রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. 100 গ্রামময়দা
  2. 4টি ডিম
  3. 100 গ্রামচিনি
  4. 2 ফোঁটাহলুদ ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিনি গুঁড়ো করে নিতে হবে

  2. 2

    ডিমগুলো একটা পাত্রে বিটার দিয়ে 2মিনিট বিট করার পরে একটু একটু করে চিনি মেশাতে হবে আর বিট করতে হবে

  3. 3

    এই কেক এ যেহেতু বেকিং পাউডার এর ব্যাবহার নেই তাই অনেক টা সময় নিয়ে বিট করতে হবে

  4. 4

    বিটার এর পিন এ একসময় মিশ্রণ টা দাঁড়িয়ে থাকবে পড়ে যাবে না তখন বুঝতে হবে বিট হয়ে গেছে কালার টাও মিশিয়ে দিতে হবে এরপর অল্প অল্প করে ময়দা কাট এন্ড ফোল্ড মেথডে মেশাতে হবে ভ্যানিলা এসেন্স টা মিশিয়ে দিতে হবে

  5. 5

    একটা গ্রীসিড কেক মৌল্ড এ মিশ্রণ টা ঢেলে আগের থেকে প্রিহিট করা ওভেন এ 180 ডিগ্রী তে 30 থেকে 35 মিনিট বেক করতে হবে তবে 30 মিনিট পরে একবার চেক করে দেখে নিতে হবে

  6. 6

    ওটিজি তে বেক করতে হলে নিচের রড অন করতে হবে আর মধ্যের রাকে কেক মৌল্ড টা বসাতে হবে বেক হয়ে গেলে ঠান্ডা করে কেক টা কেটে উপরে একটা চেরি বসিয়ে সাজানো যেতে পারে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Madhabi De
Madhabi De @cook_20208100

Similar Recipes