রেস্তোরাঁ স্টাইল ডাল ফ্রাই (restaurant style dal fry recipe in Bengali)

Shrabani Acharya Chakraborty
Shrabani Acharya Chakraborty @cook_17755457
Trivandrum

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেস্তোরাঁ স্টাইল ডাল ফ্রাই (restaurant style dal fry recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ কাপ মিক্সড ডাল (অড়হর আর মসুর)
  2. ১ টা বড় পেঁঁয়াজ কুচানো
  3. ১ টা বড় টমেটো কুচানো
  4. ১ চা চামচ আদা-রসুন বাটা
  5. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ লঙ্কা গুড়ো
  7. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচধনে গুঁড়ো
  9. স্বাদমতনুন আর চিনি
  10. পরিমান মতোতেল
  11. তরকার জন্যঃ
  12. ১/২ চা চামচ গোটা জিরে
  13. ১/২ চা চামচগোটা সর্ষে
  14. ২টো লাল শুকনো লঙ্কা
  15. ১ চা চামচ কুচানো আদা
  16. ১ চা চামচ কুচানো রসুন
  17. ১ চা চামচ কাশ্মিরি লঙ্কা গুঁড়ো
  18. ১ টেবিল চামচ ঘি
  19. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচানো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডাল টা ভাল করে ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর একটা প্রেসার কুকারে তেল দিয়ে গরম হলে কুচানো পেঁঁয়াজ র টমেটো টা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেয়াজে সোনালী রঙ ধরছে। তারপর আদা-রসুন বাটা টা যোগ করতে হবে। একটু কষাতে হবে।

  3. 3

    তারপর নুন আর চিনি টা যোগ করতে হবে। তারপর একটা বাটিতে একটু জল নিয়ে সব মসলা গুড়ো গুলো ভাল করে গুলে নিতে হবে আর কুকারে ঢেলে দিতে হবে। একটু রান্না করার পর ডাল টা জল থেকে তুলে নিয়ে কুকারে দিয়ে ভাল করে নাড়তে হবে। তারপর ১ কাপ জল দিয়ে কুকরের ঢাকা বন্ধ করে ৮ টা সিটি দিতে হবে।

  4. 4

    এর ওপর ধনে পাতা কুচানো ছড়িয়ে দিতে হবে। প্লেন রাইস অথবা রুটির সাথে জাস্ট অসাধারণ।

  5. 5

    একটা প্যানে ১/২ চামচ ঘি দিয়ে তাতে কাশ্মিরি লঙ্কা গুড়ো টা দিয়ে একটু নেরে চেরে নিয়ে ওটা ডালের ওপর দিয়ে দিতে হবে। এরপর প্যানে বাকি ঘি টা দিয়ে তাতে গোটা জীরে, সরষে, শুকনো লঙ্কা, আদা-রসুন কুচানো দিয়ে ভাল করে ভেজে ডালের ওপর ছড়িয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shrabani Acharya Chakraborty
Trivandrum
No one is born a great cook, only learns by doing.
আরও পড়ুন

Similar Recipes