বিউলী ডালের তড়কা(Beuli daler torka recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

বিউলী ডালের তড়কা(Beuli daler torka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
  1. ১ কাপ বিউলী ডাল
  2. ১ টা পেঁয়াজ কুচি
  3. ২ টো কাঁচা লংকা
  4. ১/২ চা চামচ আদাকুচি
  5. ৪ কোয়া রসুন
  6. ১ টা শুকনো লংকা
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  9. স্বাদ মতো নুন
  10. ১ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    বিউলী ডালটা ৭-৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ।

  2. 2

    তারপর ডালটা প্রেসার কুকারের সেদ্ধ করে নিতে । তারপর ঢাকা খুলে ডালে ১/২ পেঁয়াজ কুচি, ১/২ চা চামচ আদা কুচি,২ টো কাঁচা লংকা,১/২ চা চামচ ধনে গুড়ো দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর কড়াইতে তেল গরম করে শুকনো লংকা ফোড়ন দিয়ে তাতে ১/২ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর তাতে রসুন গুলো থেঁতো করে দিতে হবে । তাতে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে ডালটা ঢেলে দিতে হবে ।

  4. 4

    ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে । তারপর রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes