চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

#goldenapron3
আমি #goldenapron3 এর 22nd জুন সপ্তাহের ধাঁধা থেকে Chicken (চিকেন) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি।

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

#goldenapron3
আমি #goldenapron3 এর 22nd জুন সপ্তাহের ধাঁধা থেকে Chicken (চিকেন) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জনের জন্য
  1. 250 গ্রামহাড় ছাড়া চিকেন
  2. 1টি ডিম
  3. 3টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. 1 চা চামচলঙ্কা কুচি (প্রয়োজনে বেশি বা কম দিতে পারেন)
  6. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো (প্রয়োজনে বেশি বা কম দিতে পারেন)
  7. 1 চা চামচআদা বাটা
  8. 1 চা চামচরসুন বাটা
  9. 1 চা চামচরসুন কুচি
  10. 1টি পেঁয়াজ ডুমো করে কাটা (মাঝারি আকারের)
  11. 1টি লাল বেল পেপার ডুমো করে কাটা
  12. 2 চা চামচসোয়া সস
  13. 1/2 কাপভেজিটেবিল তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চিকেনের পিস গুলিকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, ডিম, লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ভেজিটেবিল তেল, 1 চা চামচ সোয়া সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে ভালো করে মেখে 5 মিনিট রাখতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে ভেজিটেবিল তেল নিয়ে ভালো করে গরম করে তার মধ্যে চিকেন গুলো দিয়ে ভালো করে ডুবো তেলে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার একটি পাত্রে 1টেবিল চামচ ভেজিটেবিল তেল নিয়ে তার মধ্যে রসুন কুচি, লঙ্কা কুচি, ডুমো করে কাটা পেঁয়াজ আর ডুমো করে কাটা ক্যাপ্সিকাম দিয়ে একসাথে একটু ভেজে নিতে হবে।

  4. 4

    তার পর ওর মধ্যে নুন, সোয়া সস, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে আরেকটু ভালো করে একসাথে ভেজে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে ফুটতে দিতে হবে।

  5. 5

    এবার পেঁয়াজ আর ক্যাপ্সিকাম গুলো সেদ্ধ হয়ে এলে তার মধ্যে ভাজা চিকেন গুলো দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    তার পর একটি পাত্রে বাকি কর্নফ্লাওয়ার নিয়ে তাতে জল দিয়ে গুলে নিয়ে সেটি চিকেনের মধ্যে একটু করে ঢেলে মেশাতে থাকতে হবে।

  7. 7

    শেষে গ্রেভি টা ভারি হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

মন্তব্যগুলি (5)

Similar Recipes