মটর ঘুগনি (motor ghugni recipe in Bengali)

Bbipasa Mandal
Bbipasa Mandal @cook_17633340

#father
#ক্যুইক ফিক্স ডিনার রেসিপি

মটর ঘুগনি (motor ghugni recipe in Bengali)

#father
#ক্যুইক ফিক্স ডিনার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামমটর
  2. 2টিআলু
  3. 1 কাপপেঁয়াজ কুচি
  4. 1টাটমেটো
  5. 1 চা চামচআদা বাটা
  6. 1 চা চামচরসুন বাটা
  7. 1 চা চামচজিরে গুঁড়ো
  8. 1 চা চামচধনে গুঁড়ো
  9. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  11. 1টাশুকনো লঙ্কা
  12. 1 চা চামচগোটা জিরে
  13. 1টাতেজপাতা
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. 1 চা চামচহলুদ গুরো
  16. 1 চা চামচচিনি
  17. প্রয়োজন অনুযায়ীসর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মটর টা 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তার পর কুকারে দিয়ে-5-6 টা সিটি দিয়ে নিতে হবে, এরপর আলু টুকরো করে কেটে নিতে হবে, করাইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফরং দিয়ে টুকরো করা আলু টা দিয়ে হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি টা ঢেলে দিয়ে ভাজা ভাজা হয়ে এলে টমেটো কুচি দিতে হবে

  2. 2

    এরপর আদা বাটা, রসুন বাটা, জিরে গুরো, ধনে গুরো, লঙ্কা গুরো দিয়ে ভালো করে আলু সহ মশলা কষে নিতে হবে এই সময় নুন আর হলুদ দিতে হবে,মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ মটর টা ঢেলে দিতে হবে

  3. 3

    মটর দেওয়ার পর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিতে হবে এরপর চিনি টা দিতে হবে,আলু আর মটর ভালো ভাবে সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে,লুচি বা পরোটার সাথে খুব ভালো লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bbipasa Mandal
Bbipasa Mandal @cook_17633340

Similar Recipes