তেল পটল(trl patol recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#ক্যুইক ফিক্স ডিনার
#father

তেল পটল(trl patol recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
#father

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫-৬ টিপটল
  2. ১চা চামচপেঁয়াজ বাটা
  3. ১চা চামচরসুন বাটা
  4. ১চা চামচআদা বাটা
  5. ১চা চামচজিরে ও ধনে গুঁড়ো
  6. ২ টেবিল চামচটক দই
  7. ১চা চামচকিচেন কিং মশলা
  8. ১চা চামচকাশ্মীরী লংকা গুঁড়ো
  9. ১চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  10. ১চা চামচহলুদ গুঁড়ো
  11. স্বাদমতোলবণ
  12. পরিমান মতোজল
  13. ১/২ চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পটল গুলো অল্প খোসা ছাড়িয়ে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াই এ তেল দিয়ে তাতে হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা, রসুনবাটা ও আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাল লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    এবার জিরে ও ধনে গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    টক দই দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। টক ভাব কাটানোর জন্য একটু চিনি দিয়ে নেড়ে নিতে হবে। কম আঁচে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ভেজে রাখা পটল গুলো দিয়ে নেড়ে নিতে হবে। ঢাকা দিয়ে ২ মিনিট কষাতে হবে।

  6. 6

    এবার অল্প গরম জল দিয়ে স্বাদমতো লবণ দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে।

  7. 7

    ৫ মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে গরম ভাত/রুটির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes