ডালিয়ার সবজি খিচুড়ি(daliyar sabji khichuri recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ক্যুইক ফিক্স ডিনার
#goldenapron3

#father
খুব কম সময়ে স্বাস্থ্যকর, অথচ উপাদেয় যে খাবারটির কথা আমরা ভাবতে পারি ডিনারের জন্য তা হল ডালিয়ার সবজি খিচুড়ি।কোনোরকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলা যায় এটি।আমার বয়স্ক-অসুস্থ বাবার জন্য একদম সঠিক এই খাদ্য, শুধু লঙ্কার গুঁড়ো বাদ দিলেই হল।

ডালিয়ার সবজি খিচুড়ি(daliyar sabji khichuri recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার
#goldenapron3

#father
খুব কম সময়ে স্বাস্থ্যকর, অথচ উপাদেয় যে খাবারটির কথা আমরা ভাবতে পারি ডিনারের জন্য তা হল ডালিয়ার সবজি খিচুড়ি।কোনোরকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলা যায় এটি।আমার বয়স্ক-অসুস্থ বাবার জন্য একদম সঠিক এই খাদ্য, শুধু লঙ্কার গুঁড়ো বাদ দিলেই হল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
২জন
  1. ১.৭৫কাপ মসুর ডাল
  2. ১.৭৫কাপ ডালিয়া
  3. ৩টে পটল
  4. ১টা ছোট গাজর
  5. ৫টি বরবটি
  6. ১টি মাঝারি আলু
  7. ১টি ছোট টমেটো কুচি
  8. ৩টে চেরা কাঁচালঙ্কা
  9. ১/৩চা চামচ গোটা জিরে
  10. ১টি শুকনোলঙ্কা
  11. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  12. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  13. প্রয়োজন মত লাল লঙ্কার গুঁড়ো
  14. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ী নুন
  16. ২.৫কাপ জল
  17. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    কুকার বসিয়ে দিতে হবে গ্যাসে পরিমান মতো সর্ষের তেল দিয়ে।তেল গরম হলে জিরে ও শুকনোলঙ্কা ফোড়ন দিতে হবে।

  2. 2

    ফোড়নের গন্ধ বেরোলে কেটে-ধুয়ে রাখা সবজি গুলো দিতে হবে।খুন্তি দিয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে এক মিনিট।

  3. 3

    এবারে ডালিয়া ও মুসুর ডাল ধুয়ে নিয়ে দিতে হবে কুকারে।ভেজে নিতে হবে দু মিনিট।সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ভাজতে হবে গ্যাস ফুল আঁচে রেখে।নীচে লেগে যাওয়ার সম্ভবনা থাকে এইসময়,সতর্ক থাকতে হবে একটু।

  4. 4

    গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে টমেটো কুচি, ফেঁড়ে নেওয়া কাঁচালঙ্কা,পরিমান মতো নুন, হলুদ, জিরে-ধনে-লঙ্কা গুঁড়ো।নাড়িয়ে নিয়ে কুকারের ঢাকনা উপর দিয়ে চাপা দিয়ে রাখতে হবে এক মিনিট।

  5. 5

    এবারে যে কাপে ডালিয়া বা মুসুর ডাল মাপা হয়েছে তার আড়াই কাপ জল দিয়ে কুকারের ঢাকনা এঁটে দুটো সিটি মেরে নিতে হবে।

  6. 6

    কুকারের ভেতরের গ্যাস কিছুটা বার করে দিতে হবে সঙ্গে সঙ্গে।বাকিটার জন্য অপেক্ষা করতে হবে একটু।

  7. 7

    এবারে গরম গরম পরিবেশন করতে হবে উপর দিয়ে ঘি ছড়িয়ে।সঙ্গে নিয়েছি আমি ওমলেট।

  8. 8

    একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই খিচুড়ি।উপভোগ করুন এর স্বাদ এবার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes