ঝাল ঝাল ডিমের কারি (jhaa jhaal dimer curry recipe in Bengali)

Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

#স্পাইসি

ঝাল ঝাল ডিমের কারি (jhaa jhaal dimer curry recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জনের জন্য
  1. 6টা ডিম সেদ্ধ করা
  2. 6টাআলু সেদ্ধ করা
  3. 1 বাটিবেরেস্তা
  4. 1 বাটিপেঁয়াজ বাটা
  5. 1.5 চা চামচআদা বাটা
  6. 1 চা চামচরসুন বাটা
  7. 1 চা চামচধনের গুঁড়ো
  8. 1 চা চামচজিরের গুঁড়ো
  9. 2 চা চামচশুকনো লঙ্কার গুঁড়ো
  10. 1চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাামচ
  11. 4টেকাঁচালঙ্কা চারটে
  12. 1টা বড়এক টমেটো বাটা
  13. 1 চা চামচগোটা গরম মসলা
  14. 2টোতেজপাতা
  15. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  16. 1.5 চা চামচঘি
  17. 2 চা চামচটক দই
  18. স্বাদ মতনুন,মিষ্টি
  19. 1 চা চামচজিরে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভাজা করে নিলাম। আলু ও 80% সেদ্ধ করে নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখলাম। এক বাটি র বেরেস্তার অর্ধেক টা বেটে নিলাম। পেঁয়াজ, টমেটো বাটা করে নিলাম। আদা রসুন বেটে নিলাম। সব গুঁড়ো মসলা জলের গুলে রেখে দিলাম।

  2. 2

    কড়াই বসিয়ে কড়াই তে তেল আর অল্প ঘি দিলাম ।তার মধ্যে এক চামচ চিনি দিয়ে চিনি টা ক্যারামেল করে নিলাম। তারপর পেঁয়াজ বাটার টা দিয়ে দিলাম অল্প নুন দিয়ে করাতে থাকলাম বেশ খানিকক্ষন ধরে। কষানো যখন অর্ধেক হয়ে গেল তখন দিয়ে দিলাম টমেটো বাটা,আদা বাটা,রসুন বাটা। অল্প জলের ছিটে দিয়ে খুব ভালো করে কষাতে লাগলাম। যখন তেল বেরিয়ে এলো তখন দিয়ে দিলাম গুলে রাখা মসলা আর বেরেস্তা বাটা। তারপর নুন মিষ্টি পরিমাণমতো দিয়ে অল্প জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে কষাতে লাগলাম। এরপরে দিয়ে দিলাম ফেটানো টক দই টা।

  3. 3

    টক দই দিয়ে আবারো বেশ কিছুক্ষণ কষালাম আর সাথে দিয়ে দিলাম কাঁচালঙ্কা চেরা।এরপরে দিলাম ভাজা ডিম,ভাজা আলু দিয়ে ভালো করে প্রায় দশ মিনিট ধরে কষিয়ে অল্প গরম জল দিয়ে দিলাম। একদম গ্যাস সিম করে রান্না হতে দিলাম 15 মিনিট পর্যন্ত। রান্না হয়ে যাওয়ার পর ধনেপাতা বেরেস্তা বাটা, ঘি, গরম মশলা দিয়ে পরিবেশন করলাম ঝাল ঝাল ডিমের কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Dhol
Mahua Dhol @cook_18433256

Similar Recipes