বাসন্তী পোলাও আর স্পাইসি চিকেন কষা (Basanti pulao with chicken kosha recipe in Bengali)

Chayanika Ghosh Gupta
Chayanika Ghosh Gupta @cook_20240540
Guwahati

#স্পাইসি

বাসন্তী পোলাও আর স্পাইসি চিকেন কষা (Basanti pulao with chicken kosha recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ঘন্টা
২জন
  1. পোলাও এর জন্যে
  2. ২কাপ গোবিন্দ ভোগ চাল
  3. 8 টেবিল চামচঘি
  4. প্রয়োজন অনুযায়ীজায় গোটা গরম মসলা
  5. ১চা চামচ আদা বাটা
  6. ১ টেবিল চামচ মৌরি বাটা
  7. ১চা চামচ গরম মসলা গুঁড়ো
  8. প্রয়োজন অনুযায়ী\ কাজু কিসমিস
  9. স্বাদ অনুযায়ীচিনি
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ২টো তেজ পাতা
  12. 4 ফোঁটা ইয়েলো ফুড কালার
  13. চিকেন কষার জন্যে----
  14. 1/2 কিলোমুরগির মাংস
  15. ২টো পেঁয়াজ বাটা
  16. ২টো পেঁয়াজ কুচি
  17. ১ টেবিল চামচ রসুন বাটা
  18. ১টেবিল চামচ আদা বাটা
  19. 1/2 চা চামচগোটা গরম মসলা বাটা
  20. ১কাপ টক দই
  21. ১চা চামচ জিরে গুঁড়ো
  22. ১চা চামচ ধনে গুঁড়ো
  23. ১চা চামচ হলুদ গুঁড়ো
  24. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  25. ১চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  26. ৪ টিচেরা কাঁচালঙ্কা
  27. প্রয়োজন মতো সর্ষের তেল
  28. স্বাদমতোনুন এবং
  29. ১/২ চা চামচচিনি
  30. ২টো তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

২ঘন্টা
  1. 1

    পোলাও বানানোর জন্যে চাল গুলো কে ধুয়ে ১০মিনিট জল এ ভিজিয়ে রাখতে হবে

  2. 2

    এইবার জল ঝরিয়ে চাল গুলো কে একটি শুকনো পাত্র তে নিয়ে নিতে হবে এবং ওতে আদা বাটা,মৌরি বাটা,গরম মসলার গুঁড়ো, ইয়েলো ফুড কালার আর নুন মিক্স করতে হবে

  3. 3

    এইবার ডেকচি তে ৮কাপ পরিমাণ জল বসিয়ে দিতে হবে এবং এটি কে ফুটতে দিতে হবে

  4. 4

    এইবার একটি প্যান এ ঘি গরম করে ওতে তেজ পাতা গোটা গরম মসলা আর কাজু কিশমিশ দিতে হবে

  5. 5

    এইবার চাল গুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে

  6. 6

    চাল গুলো ভাজা ভাজা হয়ে এলে এবার ডেকচি তে ফুটতে থাকা জল এ দিয়ে দিতে হবে এবং চিনি মেশাতে হবে

  7. 7

    এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচ এ চাল গুলো কে ফোটাতে হবে

  8. 8

    চাল সেদ্ধ হয়ে গেলেই তৈরী হয়ে যাবে বাসন্তী পোলাও

  9. 9

    চিকেন বানানোর জন্যে মাংস গুলো এ ধুয়ে ওর সাথে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই, নুন, চিনি, গরম মসলা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, জীরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে ১ঘন্টার জন্যে

  10. 10

    এবার প্যান এ তেল গরম করে ওতে তেজ পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে

  11. 11

    এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে

  12. 12

    এইবার চিকেন গুলো কে ভালো করে কষিয়ে নিলেই তৈরী হয়ে যাবে চিকেন কষা

  13. 13

    এইবার প্লেট এ বাসন্তী পোলাও আর চিকেন কষা সার্ভ করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chayanika Ghosh Gupta
Chayanika Ghosh Gupta @cook_20240540
Guwahati
hello everyone my name is chayanika and i live in guwahati (assam). cooking is my passion and i love cooking since my childhood.
আরও পড়ুন

Top Search in

Similar Recipes