ফ্রাইড মিল্ক / লেছা ফ্রিতা (fried milk/ leche frita recipe in Bengali)

Arpita Mandal
Arpita Mandal @cook_24822282
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. 1লিটার দুধ
  2. 1কাপ কর্নস্টার্চ (প্রয়োজনমতো কমবেশি লাগতে পারে)
  3. 3/4কাপ চিনি
  4. 1টা পাতিলেবুর খোসা ছুরি দিয়ে কাটা
  5. 1/2চা চামচ+ 1.5 " দারচিনি গুড়া +দারচিনি
  6. 1টা ডিম
  7. 3টেবিল চামচ ময়দা
  8. 2কাপ সাদা তেল
  9. প্রয়োজনমতো বিস্কুটের গুঁড়ো
  10. 1চিমটি নুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    750 মিলি দুধ গ্যাসে বসিয়ে তাতে লেবুর পাতলা খোসা ও গোটা ডাল চিনি দিতে হবে। দুধ ফুটে উঠলে তাতে চিনি দিয়ে আরও দু-তিন মিনিট ফোটাতে হবে।

  2. 2

    বাকি আড়াইশো মিলি দুধে কর্নস্টার্চ গুলে তা ফুটন্ত দুধে মিশিয়ে কম আছে ক্রমাগত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন কোন প্রকার লাম্ব তৈরি না হয়।

  3. 3

    একটা বাটিতে অল্প সাদা তেল ব্রাশ করে এই মিক্সার টাকে ঢেলে ঠান্ডা হতে দিতে হবে।ঠান্ডা হলে 6 থেকে 7 ঘণ্টার জন্য ফ্রিজে রেখে মিক্সার টাকে সেট করতে হবে।

  4. 4

    এটা সেট হয়ে পাত্রের আকার নিলে ছোট ছোট চৌকো পিস করে নিতে হবে।

  5. 5

    একটা পাত্রে শুকনো ময়দা নিয়ে সেই ময়দার মধ্যে এই চৌকো পিস গুলো হালকা হাতে গড়িয়ে নিতে হবে।

  6. 6

    সামান্য নুন দিয়ে ডিম ফাটিয়ে এবারে ময়দার গড়ানো ছোট টুকরোগুলোকে এই ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে।

  7. 7

    একটি থালায় বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে ডিমে ডোবানো কিউবগুলোকে বিস্কুটের গুঁড়ো মধ্যে গড়িয়ে নিয়ে কোট করতে হবে।

  8. 8

    তারপর 15 মিনিট এটিকে একইভাবে রেখে সেট হতে দিতে হবে।

  9. 9

    15 মিনিট পর সাদা তেলে লালচে করে ভেজে ঠান্ডা করে নিতে হবে।চিনি ও দালচিনি গুঁড়ো একসংগে মিশিয়ে নিয়ে এই ভাজা কিউবগুলোকে সেই মিশ্রণে গরিয়ে কোট করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Arpita Mandal
Arpita Mandal @cook_24822282

Similar Recipes