ফিরনি(phirni recipe in Bengali)

Soumi Ghosh
Soumi Ghosh @cook_24348963
Barrackpore

#মিষ্টি
বিরিয়ানি বা মোগলাই খাওয়া পর, মিষ্টি ডেজার্ট হিসেবে ফিরনি একটি খুবই জনপ্রিয় এবং মুখরোচক ও পুষ্টিকর খাদ্য।

ফিরনি(phirni recipe in Bengali)

#মিষ্টি
বিরিয়ানি বা মোগলাই খাওয়া পর, মিষ্টি ডেজার্ট হিসেবে ফিরনি একটি খুবই জনপ্রিয় এবং মুখরোচক ও পুষ্টিকর খাদ্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ঘন্টা
৬জন
  1. ৫০০গ্রামবাসমতী চাল
  2. ১লিটারদুধ
  3. ১চিমটিকেশর
  4. ৭৫গ্রামচিনি
  5. ১/২চা চামচএলাচি গুঁড়ো
  6. ১চিমটিনুন
  7. ১টেবিল চামচকেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ঘন্টা
  1. 1

    প্রথমে চাল গুলো কে ১ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে সাথে মাটির খুরি গুলো কেও তার পর জল থেকে তুলে শুকনো করে নিতে হবে।

  2. 2

    তার পর চাল গুঁড়ো করে নিতে হবে।এবং ধিমিআচে দুধ ফোঁটার জন্য দিতে হবে এবং তার মধ্যে কেশর দিতে হবে।দুধ ভালো মতো ফোঁটার পর,চালের গুঁড়ো মিশিয়ে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে।তাঁর পর চিনি এবং এলাচি গুঁড়ো মিশিয়ে নেড়ে যেতে হবে। সাধের জন্য এক চিমটি নুন দিতে হবে।তার পর কেওড়া জল দিয়ে নাড়িয়ে যেতে হবে।ঘনো হয়ে এলে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এর পর ১০মিনিট ঠান্ডা হতে দিতে হবে।তার পর মাটির খুরি তে এক এক করে ঢেলে ১৮-২০ঘন্টা চাঁপা দিয়ে ফ্রিজে রেখে জমতে দিতে হবে।জমে গেলে ফিরনি খাওয়া জন্য তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumi Ghosh
Soumi Ghosh @cook_24348963
Barrackpore
ছোট থেকেই খাদ্য রসিক।রান্না করতে শিখে নতুন কিছু বানিয়ে খাওয়াতে পারলে খুব আনন্দিত হই।সব কাজের মাঝে রান্না করে নতুন কিছু বানাতে পারলে মন থেকে শান্তি অনুভব করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (5)

Similar Recipes