ছানার জিলাপি (chanar jilapi recipe in Bengali)

Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

#মিষ্টি মিষ্টি মানেই তো সবার আগে ছানার কথা মনে পরে , সেই ছানা থাকলে মিষ্টি জিনিস বানাতে বেশি ভাবার দরকার পরে না, বাড়িতে চটজলদি বানিয়ে নেওয়া যায়, সেরকমই একটা সহজ এবং সুস্বাদু রেসিপি এটি।

ছানার জিলাপি (chanar jilapi recipe in Bengali)

#মিষ্টি মিষ্টি মানেই তো সবার আগে ছানার কথা মনে পরে , সেই ছানা থাকলে মিষ্টি জিনিস বানাতে বেশি ভাবার দরকার পরে না, বাড়িতে চটজলদি বানিয়ে নেওয়া যায়, সেরকমই একটা সহজ এবং সুস্বাদু রেসিপি এটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২-৩ জন
  1. ১৫০ গ্রাম ছানা
  2. ২ চা চামচময়দা
  3. ১ চা চামচ সুজি
  4. ২ চা চামচ চিনি
  5. ১ চিমটি খাওয়ার সোডা
  6. ১ কাপ চিনি
  7. ২ কাপ জল
  8. ২-৩ টিএলাচ
  9. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  10. প্রয়োজন অনুযায়ীপেস্তা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটা থালায় ছানা, ময়দা, সুজি, ২ চামচ চিনি, খাওয়ার সোডা দিয়ে ভালো করে মেখে (যেনো কোনো লাম্প না থাকে) একটা ডো বানিয়ে নিতে হবে।

  2. 2

    অন্যদিকে কড়ায়ে ডুবো তেলে ছাঁকার মতো তেল গরম করতে দিয়ে ডো থেকে লেচি কেটে, সেই লেচি দিয়ে লম্বা লম্বা দড়ির মতো করে জিলাপির শেপ দিতে হবে।

  3. 3

    জিলাপি গড়া হয়ে গেলে মাঝারি আঁচে ওগুলো লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এবার অন্য একটা পাত্রে চিনির সিরা করার জন্য ১কাপ চিনির সাথে ২ কাপ জল আর ২ ৩ টে গোটা এলাচ দিয়ে সিরা তৈরি করতে হবে। খুব বেশি ঘন হবে না মোটামোটি ঘন হলেই জিলাপি গুলো দিয়ে একটু এপাশ ওপাশ করে ১ ঘন্টার জন্য রেখে দিতে হবে।

  5. 5

    তারপর রস থেকে তুলে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন #ছানার_জিলাপি🤗👍❤️

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Gupta
Amrita Gupta @cook_24781311

Similar Recipes