চিংড়ির মালাইকারি(chingrir malaikari recipe in Bengali)

Sutopa Mukherjee
Sutopa Mukherjee @cook_21163363

#ebook2 #নববর্ষ রেসিপি

চিংড়ির মালাইকারি(chingrir malaikari recipe in Bengali)

#ebook2 #নববর্ষ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৬ জনের জন্য
  1. ৫০০গ্রামগলদা চিংড়ি
  2. 1 কাপনারকেলের দুধ
  3. ৪-৫টিকাঁচা লঙ্কা চেরা
  4. ৬-৭ টিগোটা গরমমশলা (ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ থেঁতো করা)
  5. ১/২কাপকাজু বাদাম (সামান্য গরম জলে ১৫ মিনিট ভিজিয়ে মসৃণ করে বাটা)
  6. স্বাদ মতনুন
  7. ১/২চা চামচচিনি
  8. ৩চা চামচ সাদা তেল
  9. ২চা চামচঘি
  10. ১/২কাপক্রিম
  11. ২ টি বড়পেঁয়াজ বাটা
  12. পরিমাণ মতোআদা ও রসুন ( টি কোয়া) বাটা

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ গুলির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে গরম করে মাছ গুলোকে ছেড়ে দিন। মাছ গুলো সামান্য ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে ঐ তেলেই গোটা গরমমশলা ফোড়ন দিতে হবে।

  2. 2

    গন্ধ বের হলে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে থাকতে হবে। লাল করে ভাজা হয়ে এলে আদা, রসুন বাটা দিয়ে কষাতে হবে। মশলা কষানো হয়ে এলে কাজুবাদাম বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করতে হবে। এবার নারকেলের দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে।

  3. 3

    ভাজা চিংড়ি মাছগুলিকে এর মধ্যে ঢেলে দিতে হবে। সামান্য চিনি দিতে হবে।
    কাঁচা লঙ্কা চেরা গুলিকে এর মধ্যে দিয়ে হাল্কা আঁচে ১০ মিনিট মত ভালো করে ফুটতে দিতে হবে। একটু ঘন হয়ে এলে ক্রিম ও ঘি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutopa Mukherjee
Sutopa Mukherjee @cook_21163363

Similar Recipes