ভেজিটেবিল চপ (vegetable chop recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

#monsoon2020

#বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে চপ খেতে আমরা খুবই ভালোবাসি। তাই বাড়িতেই আমরা দোকানের মতো ভেজিটেবিল চপ বানিয়ে খেতে পারি...

ভেজিটেবিল চপ (vegetable chop recipe in Bengali)

#monsoon2020

#বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে চপ খেতে আমরা খুবই ভালোবাসি। তাই বাড়িতেই আমরা দোকানের মতো ভেজিটেবিল চপ বানিয়ে খেতে পারি...

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
4 সারভিংস
  1. ১ ১/২ কাপ কুঁচোনো বিট
  2. ১ কাপকুঁচোনো গাজর
  3. ১ কাপসিদ্ধ আলু
  4. প্রয়োজন মতোভাজা মশলা (ধনে-জিরে-মৌরি-শুকনোলঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া)
  5. ১মুঠো কুঁচোনো নারকেল
  6. ১মুঠো ভাঙা বাদাম
  7. ১/২ চা চামচপাঁচফোড়ন
  8. ১টেবিল চামচ কাঁচালঙ্কা কুঁচি
  9. ১টেবিল চামচ আদা বাটা
  10. ১/২ চা চামচগরমমশলা গুঁড়ো
  11. ১ চা চামচআমচুর পাউডার
  12. ১টেবিল চামচ চিনি
  13. ১ চা চামচঘি
  14. ২ টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  15. ১ টা ডিম
  16. প্রয়োজন মতোময়দা
  17. প্রয়োজন মতোব্রেডক্রামস
  18. স্বাদমতোনুন
  19. পরিমাণ মতোসাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে ভাজা মশলা টা তৈরি করে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একে একে নারকেল ও বাদাম কুঁচি ভেজে তুলে নিতে হবে। ঐ তেলেই পাঁচফোড়ন দিয়ে, কাঁচালঙ্কা কুঁচি আর আদাবাটা দিতে হবে।

  2. 2

    একটা সুগন্ধ বের হলে কুঁচোনো বিট, গাজর দিয়ে ভাজতে হবে। এবার নুন দিয়ে আরও কিছুক্ষন ভাজার পর ভাজামশলা, গরমমশলা, আমচুর পাউডার মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে।

  3. 3

    ঢাকা খুলে খুন্তি দিয়ে ভালো করে চটকে করে দিতে হবে। এবার চিনি, মাখা সিদ্ধ আলু, ভেজে রাখা নারকেল, বাদাম, ঘি, ধনেপাতা কুঁচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটা কড়াই থেকে ছেড়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  4. 4

    হাতে তেল মেখে ঐ পুর থেকে চপ গড়ে নিতে হবে। এবার চপ গুলোর গায়ে ভালো করে ময়দা মাখিয়ে, ডিমের গোলায় চুবিয়ে, ব্রেডক্রামসে মাখিয়ে করে ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। যেহেতু পুরটা পুরোপুরি রান্না করা সেহেতু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। একটু সোনালী হলেই তেল থেকে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

Similar Recipes