চিকেন মোমো(chicken momo recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#চিকেন
#রন্ধনেবাঙালি
চিকেন-মোমো ভীষণই টেস্টি একটি স্ট্রিট-ফুড, যা স্বাস্থ্যকরও বটে। সকল মানুষের কাছে প্রিয় তেলবিহীন বলেই।সন্ধ্যের হালকা কিছু খাবারের জন্য একদম পারফেক্ট। স্বাস্থ্য-সচেতন মানুষের কাছে তাই এর গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩জন
  1. মোমোর ডো:-
  2. ১.৫কাপ ময়দা
  3. ১/৫চা চামচ নুন
  4. পরিমান মতো জল
  5. চিকেনের পুর:-
  6. ১কাপ চিকেন কিমা
  7. ১টেবিল চামচ লাইট সোয়া সস
  8. ১/২চা চামচ আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা
  9. ২টি মিহি করে কুচনো কাঁচালঙ্কা
  10. ১/২চা চামচ গোলমরিচের গুঁড়ো
  11. ১টি ছোট পেঁয়াজ মিহি করে কুচনো
  12. ১চা চামচ ধনেপাতা কুচি
  13. স্বাদ অনুযায়ী অল্প নুন
  14. ১.৫টেবিল চামচ গরম সাদা তেল
  15. পরিমানমতো মোমোর পাত্রে গ্রিজ করার জন্য তেল
  16. পরিমাণমতো টমেটো সস(সারভিং এর সময়)

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    ময়দা মেখে নেব নুন ও জল দিয়ে।খুব নরম বা শক্ত ডো হবে না এমন করেই মাখতে হবে।ঢেকে রেখে দেব আধ থেকে এক ঘন্টা পর্যন্ত।

  2. 2

    কিমা আমি ঘরেই তৈরি করে নিয়েছি চিকেনের সলিড পার্ট থেকে হাড় বাদ দিয়ে কেটে নিয়ে।এরপর একে ঘুরিয়ে নিয়েছি মিক্সির জারে।ব্যস কিমা আমাদের তৈরি।

  3. 3

    এবারে এই কিমার সাথে উপরে উল্লেখিত সমস্ত উপাদান আদা-রসুন-লঙ্কা বাটা, লঙ্কা ও পেঁয়াজ কুচি,গোলমরিচের গুঁড়ো, লাইট সোয়া সস, নুন ও ধনেপাতা দিয়ে মাখিয়ে নিয়েছি দেড় টেবিলচামচ গরম তেলের সঙ্গে।

  4. 4

    একটা বড় পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি গরম ফুটন্ত জল রেডি করার জন্য।ঝাঁঝরি তে তেল ব্রাশ করে নিয়েছি এই সময়।

  5. 5

    এবারে ময়দার ঢাকা সরিয়ে মেখে নিয়েছি আবারও।তারপর লম্বা দড়ির মতো কিছুটা ময়দা পাকিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি লুচির মতো মাপে।এবারে হালকা ময়দা দিয়ে লেচিগুলো গোল করে বেলে নিয়েছি প্রায় পাতলা ভাবে।(মোটা একদমই বেলা যাবে না,খুব পাতলা হলেও পুর ভরার পর ফেটে যেতে পারে)।ভেতরে এক চামচ পুর দিয়ে মুখ আটকে দিয়েছি শাড়ির কুচির মতো ভাঁজ করে।ভাঁজটা যে যার ইচ্ছে ও সুবিধা মতো দিতে পারে।

  6. 6

    এইভাবেই সমস্ত ময়দা দিয়ে তৈরি করে নিতে হবে মোমো গুলো।

  7. 7

    ঐদিকে হাঁড়ির জল ফুটে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম-লো তে রেখে ঝাঁঝরির উপর নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে মোমোগুলো সাজিয়ে স্টিম করতে দিতে হবে ভাপা পিঠের মতো করে।উপর দিয়ে ছিদ্রহীন ঢাকা দিয়ে চাপা দিতে হবে।

  8. 8

    কুড়ি মিনিট লাগবে এটা হতে।ঢাকা খুলে উপর থেকে দেখলেই বোঝা যাবে হয়েছে কিনা।কালার চেঞ্জ হবে ময়দার।হয়ে গেলে গ্যাসের পাওয়ার লো তে রেখে তুলে নিতে হবে মোমোগুলো চামচ দিয়ে।পরের ব্যাজ আবার সাজিয়ে ঢাকাচাপা দিতে হবে।

  9. 9

    এইভাবেই চলবে পরপর চিকেন-মোমো তৈরি করার ব্যাজ।আর হওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে চাটনি বা টমেটো সস দিয়ে।আমি ম্যাগির হট এন্ড সুইট সস দিয়ে সার্ভ করেছি।দারুণ স্বাদের চিকেন-মোমো আমাদের একদম তৈরি তবে; আর ভেতরের কাঁচা চিকেন টা নিয়ে ভাবছো কী!সুন্দর সেদ্ধ হয়ে যাবে; মাখো মাখো তার স্বাদ পাবে একবার বানিয়ে দেখলেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes