ঈস্ট ছাড়া পিৎজা (Yeast chhara pizza recipe in Bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#NoOvenBaking
বর্তমানে বাড়িতে নাই চীজ,তাই বুদ্ধি বের করে চীজের স্বাদের মেয়োনিজ বানিয়ে নিয়ে তৈরী করলাম পিৎজা।বাড়ির সবাই খেয়ে বলল বাড়ির তৈরী চীজের জন্য পিৎজা চমৎকার হয়েছে।

ঈস্ট ছাড়া পিৎজা (Yeast chhara pizza recipe in Bengali)

#NoOvenBaking
বর্তমানে বাড়িতে নাই চীজ,তাই বুদ্ধি বের করে চীজের স্বাদের মেয়োনিজ বানিয়ে নিয়ে তৈরী করলাম পিৎজা।বাড়ির সবাই খেয়ে বলল বাড়ির তৈরী চীজের জন্য পিৎজা চমৎকার হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০+১০ মিনিট
৪জনের জন্য
  1. পিজ্জা বেস এর জন্য
  2. ১কাপ আটা
  3. ১/৪চা চামচ নুন
  4. ১/৪চা চামচ বেকিং পাউডার
  5. ১/৮চা চামচ বেকিং সোডা
  6. ১/২কাপ দ‌ই
  7. ২চা চামচ সাদা তেল
  8. পিৎজা সস বানানো‌র জন্য ব‍্যবহৃত উপকরণ ‌
  9. ১চা চামচ মাখন
  10. ৩ চা চামচ ময়দা
  11. ১/২কাপ দুধ
  12. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  13. ১/৪ চা চামচ নুন
  14. ২চা চামচ জল ঝরানো দ‌ই
  15. ১/২চা চামচ জোয়ান
  16. পিৎজা সাজানোর জন্য ব‍্যবহার করা হয়েছে‌
  17. ১চা চামচ ক‍্যাপ্সিকাম কুচি
  18. ১০টি পেঁয়াজ রিং
  19. ১টি কাঁচা লঙ্কা কুচি
  20. ১ চা চামচ গাজর কুচি

রান্নার নির্দেশ সমূহ

১০+১০ মিনিট
  1. 1

    প্রথমে আটার সঙ্গে সমস্ত উপকরণ শেফ নেহা রেসিপি অনুযায়ী,ভালো করে মেখে একটি পিৎজা রুটির জন্য তৈরী করে ভিজে কাপড় জড়িয়ে রেখে দিলাম।

  2. 2

    গ‍্যাসে কড়াই বসিয়ে মাখন দিলাম, নিদিষ্ট পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম,আঁচ একদম কম রেখে ধীরে ধীরে দুধ মিশালাম ও গোলমরিচ গুড়ো ও লবণ মিশিয়ে নিলাম। এসময় সর্বদা নাড়তে হবে।যেন দলা না হয়।

  3. 3

    মিক্সিতে মিশ্র‌ণ নিয়ে তার মধ্যে জল ঝরানো দ‌ই ও যোয়ান দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।একদম ক্রীমি মিশ্রণ তৈরী হবে গলানো চীজের মত‌।

  4. 4

    আবার মিক্সির পাত্রে পেঁয়াজ ও সসের মিশ্রণ ঢেলে মিশিয়ে সস তৈরী করে নিলাম।কিছুটা ক‍্যাপসিকাম,পেঁয়াজ, গাজর,লঙকা টুকরো করে রাখলাম‌।

  5. 5

    এবার নেহা ম‍্যাডামের মত লেচি কেটে বেলে,কাটা চামচ দিয়ে ছিদ্র করে আগে থেকে নুন দিয়ে গরম করা প‍্যানে প্লেট এ সামান্য তেল বুলিয়ে রুটি রেখে পাত্র টি ঢাকা দিলাম।নিদিষ্ট সময় পর বের করে নিলাম।

  6. 6

    এবার ওর উপর মাখন বুলিয়ে,সস,চীজ ক্রীম ও পেঁয়াজ,লঙ্কা, ক‍্যাপসিকাম,গাজর সাজিয়ে আবার ও পিৎজা রুটি গরম তাওয়ায় এক‌ই ভাবে রেখে ঢাকা দিলাম।

  7. 7

    সুন্দর গন্ধ বের হলে গ‍্যাস অফ করে বের করে নিলাম কেটে গরম গরম পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes