ট্রাই কালার কাবাব (Tri colour kebab Recipe in Bengali)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

ট্রাই কালার কাবাব (Tri colour kebab Recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-40 মিনিট
18 পিস
  1. 250 গ্রামবোনলেস চিকেন
  2. 4 চা চামচটক দই
  3. স্বাদ অনুযায়ীনুন
  4. 1 চা চামচকরে মসলা, বিট লবণ গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মসল
  5. 2 চা চামচকাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  6. 1 চা চামচহলুদ
  7. 1 চা চামচকসুরি মেথি
  8. 2 চা চামচফ্রেশ ক্রীম
  9. 2 চা চামচধনেপাতা, পুদিনা পাতা বাটা
  10. 2 চা চামচআদা রসুন বাটা
  11. 1 চা চামচলেবুর রস
  12. 3 চা চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30-40 মিনিট
  1. 1

    চিকেন পিশগুলো টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর দই,নুন,বিট নুন, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মসলা গুঁড়া, কোসুরী মেথি, আদা রসুন বাটা, চাট মসলা,লেবুর রস দিয়ে ভালো ভাবে ম্যারিনেট করে নিতে হবে।

  3. 3

    এরপর চিকেন কে সমান 3 ভাগে ভাগ করে একটি ভাগে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো,হলুদ মাখিয়ে নিতে হবে কমলা রঙের জন্য। আর একটিতে ফ্রেশ ক্রীম মাখিয়ে নিতে হবে সাদা রঙের জন্য। আরেকটি তে ধনে পুদিনা পেস্ট মখিয়ে নিতে হবে সবুজ রং জন্য।2-3 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে।

  4. 4

    এরপর স্কেওয়ার্স এ প্রথমে সবুজ তারপর সাদা আর ওপরে কমলা রঙের চিকেন পিস গুলো গেঁথে নিতে হবে।

  5. 5

    এরপর বাটার ব্রাশ করে মাইক্রোওভেনে প্রথমে 15 মিনিট এরপর উল্টো দিকে বাটার ব্রাশ করে 8-10 মিনিট গ্রিল করে নিলেই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

মন্তব্যগুলি (3)

Similar Recipes