মটন বিরিয়ানী(mutton biryani recipe in Bengali)

Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

#ebook2
#নববর্ষের রেসিপি
আমাদের বাঙলিদের কাছে নববর্ষ মানেই খাওয়া দাওয়া...অার এই দিন দুপুরের খাবারের আয়োজনও হয় এলাহী । মাছ,মাংস,পাতুরি আরও কত কী...তার সাথে বাঙালিদের পাতে নিজের জায়গা করে নিয়েছে বিরিয়ানী।

মটন বিরিয়ানী(mutton biryani recipe in Bengali)

#ebook2
#নববর্ষের রেসিপি
আমাদের বাঙলিদের কাছে নববর্ষ মানেই খাওয়া দাওয়া...অার এই দিন দুপুরের খাবারের আয়োজনও হয় এলাহী । মাছ,মাংস,পাতুরি আরও কত কী...তার সাথে বাঙালিদের পাতে নিজের জায়গা করে নিয়েছে বিরিয়ানী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩ঘন্টা
৪জন
  1. ৫০০ গ্রাম বাসমতী চাল
  2. ৫০০ গ্রাম মটন
  3. ৪টে আলু
  4. ১.৫ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  5. ১টেবিল চামচ কাশ্মিরী লাল লঙ্কা গুঁড়ো
  6. ১টেবিল চামচ জিরে ও ধনে গুঁড়া
  7. ৩ টেবিল চামচ টক দই
  8. স্বাদমতোনুন ও চিনি
  9. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  10. ১টা, টমেটো কুচি
  11. ৪ টে বড়োপেঁয়াজ কুচি
  12. ২ টেবিল চামচ রসুনের কুচি
  13. ১ টেবিল চামচ আদা বাটা
  14. ১ টা তেজ পাতা
  15. ২ টো শুকনো লঙ্কা
  16. ৪ টে কাঁচা লঙ্কা
  17. ১টেবিল চামচ গোটা জিরে
  18. ১টা মাঝারি আকারের দারচিনি
  19. ৪টে এলাচ
  20. ৫ টা লবঙ্গ
  21. ৪টে কাবাব চিনি
  22. ২ টেবিল চামচ বিরিয়ানী মসলা
  23. ১টেবিল চামচ গোলাপ জল
  24. ১টেবিল চামচ কেওড়া জল
  25. ২ ফোঁটা আতর
  26. ৫-৬টা কেশর

রান্নার নির্দেশ সমূহ

৩ঘন্টা
  1. 1

    মাংস পরিস্কার করে টকদই,হলুদ,সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ১ঘণ্টার জন্যে।। অন্য দিকে হাড়িতে জল গরম করে অল্প তেল,নুন,১/২ টেবিল চামচ গোটা জিরে, গোটা গরম মসলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে চাল দিয়ে ৭০% সেদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিতে হবে।।

  2. 2

    ডিম সেদ্ধ করে নিতে হবে..একটা বাটিতে জল গরম করে কেশর ও মিঠা আতর মিশিয়ে ঢেকে রাখতে হবে।।

  3. 3

    কনফ্লওয়ার ও পিয়াজ ভালো করে মিশিয়ে তেলে ভেজে বেরেস্তা তৈরি করে নিতে হবে।।

  4. 4

    ওই তেলেই আলুতে হলুদ ও নুন মাখিয়ে লাল করে ভেজে নিতে হবে।।

  5. 5

    কড়াইতে অার একটু তেল দিয়ে চিনি,তেজপাতা,গোটা জিরে,রসুন ভালো করে ভেজে নিতে হবে।।

  6. 6

    শুকনো লঙ্কা, পিয়াজকুচি দিয়ে লাল করে ভেজে নিতে হবে

  7. 7

    এরপর কাঁচা লঙ্কা,টমেটো কুচি,আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে

  8. 8

    হলুদ গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,ধনে ও জিরে গুঁড়া দিয়ে দেবো

  9. 9

    ভালো করে কষিয়ে ম্যারিনেট করা রাখা মাংস টা দিয়ে সব কষিয়ে নিতে হবে

  10. 10

    স্বাদমতো নুন দিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা সেদ্ধ করতে দিতে হবে

  11. 11

    মাংস ৮০% সেদ্ধ হলে আলু গুলো দিয়ে দিতে হবে।।

  12. 12

    এবারে একটা পাত্রে প্রথমে ভাত তারপর আলু ও মটন দিয়ে ওপর থেকে বিরিয়ানী মসলা, কেওরা জল,গোলাপ জল দিতে হবে।।

  13. 13

    উপর থেকে আবার ভাত দিয়ে বিরিয়ানী মসলা,বেরেস্তা, কেওরা জল,গোলাপ জল,ধনে পাতা,আগে থেকে ভিজিয়ে রাখা আতর ও কেশর দিয়ে দেবো।।

  14. 14

    ঢাকা দিয়ে চারিপাশে আটা দিয়ে আটকে দমে বসিয়ে রাখতে হবে ৪৫ মিনিট।। তৈরি মটন বিরিয়ানী..পরিবেশনের সময় সেদ্ধ ডিম দিয়ে দিতে পারেন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

Similar Recipes