আনারসের চাটনি (anaaroser Chatni recipe in Bengali)

Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

#ebook2
#জামাইষষ্ঠী স্পেশাল রেসিপি
জামাইষষ্ঠীতে,জামাইয়ের শেষপাতে পড়ুক অপূর্ব স্বাদের আনারসের চাটনি। টক মিষ্টি এই চাটনি টা খেতে দারুন লাগে।

আনারসের চাটনি (anaaroser Chatni recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী স্পেশাল রেসিপি
জামাইষষ্ঠীতে,জামাইয়ের শেষপাতে পড়ুক অপূর্ব স্বাদের আনারসের চাটনি। টক মিষ্টি এই চাটনি টা খেতে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
6 জনের জন্য
  1. 1টা মাঝারি আনারস
  2. 1 কাপচিনি
  3. 1 চা চামচবিট লবণ
  4. 1 টা মাঝারি পাতিলেবুর রস
  5. 1 চা চামচচিলি ফ্লেক্স
  6. 1 টেবিল চামচ সাদা তেল
  7. 1 চা চামচকালো সর্ষে
  8. 1 টেবিল চামচ কিসমিস
  9. 3টেসাজানোর জন্য লাল চেরি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে আনারস ভালো করে ধুয়ে নিয়ে,চোকলা ছাড়িয়ে, একটা কড়াইয়ে, যেই কড়াইতে চাটনি বানাবো সেই কড়াইয়ে গ্রেট করে নিতে হবে।

  2. 2

    এবার গ্রেট করা আনারসের কড়াই টা আঁচে বসাবো এবং অল্প আঁচে ক্রমাগত নাড়তে থাকবো যাতে,আনারস সেদ্ধ হয়ে যায়।

  3. 3

    আনারস কিছুটা সেদ্ধ হয়ে গেলে এরপর এর মধ্যে চিনিটা মেশাবো এবং খুব ভালো করে মিশিয়ে কমাগত নাড়তে থাকবো।

  4. 4

    এরপর এর মধ্যে জলে ভেজানো কিসমিস টা দিয়ে দেবো এবং খুব ভালকরে মিক্স করে নেব।

  5. 5

    এরপর এরমধ্যে চিলি ফ্লেক্স টা যোগ করব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এরমধ্যে পাতি লেবুর রস এবং বিট লবণ যোগ করব।

  6. 6

    এবার অন্য একটা বাটিতে সাদা তেল গরম করে নিয়ে,তার মধ্যে কালো সরষে ফোড়ন দেব এবং এই তরকা টা, আনারসের চাটনি মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব।

  7. 7

    এবার চাটনি টা আরো কিছুক্ষণ ফুঁটিয়ে নামিয়ে নেবো।

  8. 8

    এবার লাল চেরি সাজিয়ে, ঠান্ডা ঠান্ডা আনারসের চাটনি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

Similar Recipes