আড় মাছের রসা(Aar Machchher Rasa recipe in  Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#ebook2
জামাইষষ্ঠী।
#মাছের রেসিপি।
আড় মাছ দিয়ে বানানো।এটা সব জামাইদের জন্যই কিন্তু যে সব জামাইরা কাটা আছে এমন মাছ পছন্দ করে না , বিশেষ করে এটা তাদের জন্য।

আড় মাছের রসা(Aar Machchher Rasa recipe in  Bengali)

#ebook2
জামাইষষ্ঠী।
#মাছের রেসিপি।
আড় মাছ দিয়ে বানানো।এটা সব জামাইদের জন্যই কিন্তু যে সব জামাইরা কাটা আছে এমন মাছ পছন্দ করে না , বিশেষ করে এটা তাদের জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জনের জন্য
  1. ৫০০ গ্রাম আড় মাছ
  2. ১/২ চা চামচকালোজিরে
  3. ৪ টেচারটি কাঁচালঙ্কা চেরা
  4. ১ চা চামচরসুন বাটা
  5. ২চা চামচ পেঁয়াজ বাটা
  6. ২চা চামচ হলুদ গুঁড়ো
  7. স্বাদমতোনুন
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1 চা চামচধনে গুঁড়ো
  10. 1 চা চামচজিরেগুঁড়ো
  11. পরিমান মত ধনেপাতা কুচি
  12. ১টা টমেটো কুচি করা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে,এক চামচ হলুদ,হাফ চা চামচ নুন,এক চামচ সরষের তেল ও এক চামচ ময়দা দিয়ে ভালোভাবে মাছটাকে মাখতে হবে।

  2. 2

    প্যানে দু'চামচ সর্ষের তেল দিয়ে, গরম হলে,মাছটাকে দিয়ে,দু পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার প্যানে কালোজিরে আর কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে, রসুন বাটাটা লাল করে ভেজে,পেঁয়াজবাটা আর টমেটোটা মেশাতে হবে।

  4. 4

    মিশ্রণটির সাথে হলুদ,,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,নুনআর লংকা গুঁড়ো মিশিয়ে,২ চামচ জল দিয়ে ভালো ভাবে কষাতে হবে।

  5. 5

    এভাবে তিন বার কষানোর পর মাছটা দিয়ে মিশিয়ে,২ চামচ জল দিয়ে ঢাকা দিয়ে ২ মিনিট রাখতে হবে।

  6. 6

    তারপর ১ কাপ জল ভালো ভাবে মিশিয়ে ঢাকা দিয়ে ৫মিনিট কষাতে হবে। উপরে তেল ভেসে উঠলে নামিয়ে, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes