চিকেন বিরিয়ানী (Chicken Biriyani recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

#ebook2
এই বিরিয়ানী একেবারেই ঘরোয়া ভাবে বানিয়েছি যাতে কিছু মশলার তারতম্য আছে কিন্তু স্বাদ হবে খুব সুন্দর

চিকেন বিরিয়ানী (Chicken Biriyani recipe in Bengali)

#ebook2
এই বিরিয়ানী একেবারেই ঘরোয়া ভাবে বানিয়েছি যাতে কিছু মশলার তারতম্য আছে কিন্তু স্বাদ হবে খুব সুন্দর

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
5 জন
  1. 500 গ্রামবাসমতি চাল
  2. 700 গ্রামচিকেন
  3. 2টেবিল চামচ দুধ
  4. 1 চা চামচসা জিরা
  5. 1/2 চা চামচশা মরিচ
  6. 4 টিছোট এলাচ
  7. 1 টিজায়িত্রী
  8. 1/3অংশ জায়ফল
  9. 1 টিবড় এলাচ
  10. 4 টিলবঙ্গ
  11. 2 টুকরোদারচিনি
  12. 1 টিতেজপাতা
  13. 2 টিশুকনো লঙ্কা
  14. 4টেবিল চামচ ঘি
  15. 1/2 কাপসরিষার তেল
  16. 1/2 চা চামচগোলাপ জল
  17. 1টেবিল চামচ আদা বাটা
  18. 1 চা চামচরসুন বাটা
  19. 3টেবিল চামচ পিঁয়াজ বাটা
  20. 2টেবিল চামচ টক দই
  21. 2টেবিল চামচ ধনে গুঁড়া
  22. 1টেবিল চামচ জিরা গুঁড়ো
  23. স্বাদ অনুযায়ীনুন
  24. 1 টিটমেটো কুচি
  25. 2 টিপিঁয়াজ বড় করে কাটা
  26. 1 টিপিঁয়াজ কুচি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন 15 মিনিট

  2. 2

    তেল, নুন, 2 টি ছোট এলাচ, 1 টুকরো দারুচিনি ও 2 টি লবঙ্গ দিয়ে ফুটিয়ে ঝরঝরে ভাত করে নামিয়ে ফ্যান ঝরিয়ে একটি পাত্রে বিঝিয়ে দিন। সমস্ত গরম মশলা তুলে রাখুন

  3. 3

    সব গোটা মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন। বিরিয়ানী মশলা রেডি

  4. 4

    ঘি গরম করে পেঁয়াজ ভেজে সামান্য নুন দিয়ে বেরেস্তা করে নিন

  5. 5

    চিকেন এর মধ্যে টক দই, বড় করে কাটা পিয়াজ, টমেটো কুচি, সব গুঁড়ো মশলা, আদা, রসুন ও পিয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে অন্তত আধ ঘন্টা রেখে দিন।

  6. 6

    তেল গরম করে তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে কষে নিন। তেল ছাড়লে 1/2 চা চামচ বিরিয়ানী মশলা, 1 টেবিল চামচ ঘি ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে আরও একটু ভেজে নামিয়ে নিন। অর্ধেক অংশ আলাদা করে তুলে রাখুন।

  7. 7

    চিকেন এর উপর ভাত বিছিয়ে দিন। তার উপর গোলাপ জল, পিয়াজ বেরেস্তা, বিরিয়ানী মশলা ও ঘি ছড়িয়ে দিন। আবার দিন আগে থেকে তুলে রাখা চিকেন। তার উপর আবারও ভাত ও অন্যান্য উপকরণ সাজিয়ে দিন ঠিক আগের মতো।

  8. 8

    একটা তাওয়া গরম করে তার উপর বিরিয়ানী তৈরীর পাত্র বসিয়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে দমে বসান 15-20 মিনিট

  9. 9

    গরমা গরম বিরিয়ানী রেডি

  10. 10

    পছন্দ মত সাইড ডিসের সাথে পরিবেশন করুন সুগন্ধি ও সুস্বাদু বিরিয়ানী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

মন্তব্যগুলি (38)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
খুব সুন্দর আপনার এই রেসিপিটি। আমিও চেষ্টা করেছি। যদি ভালো লাগে কমেন্ট দেবেন অবশ্যই আর চাইলে অনুসরণ।🌹

Similar Recipes