চিকেন কারি (Chicken curry recipe in Bengali)

Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

#ebook2
#জামাই ষষ্ঠী
জামাই ষষ্ঠী তে চিকেন না হলে জামাইদের পেট পূজোটা যেন সম্পূর্ণ হয় না।

চিকেন কারি (Chicken curry recipe in Bengali)

#ebook2
#জামাই ষষ্ঠী
জামাই ষষ্ঠী তে চিকেন না হলে জামাইদের পেট পূজোটা যেন সম্পূর্ণ হয় না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘ ৩০ মিনিট
২ জন
  1. ৬০০ গ্রাম চিকেন
  2. ২ টো বড় পেঁয়াজ
  3. ৪ টে বড় মাপের আলু
  4. ২ চা চামচ আদা রসুন বাটা
  5. ২ চা চামচমচ কাঁচা লঙ্কা বাটা
  6. প্রয়োজন অনুযায়ী ফ্রেস ক্রিম
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচমচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচ জিরা গুঁড়ো
  10. ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  11. ২ চা চামচ চিকেন মশলা
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ২-৩ টে এলাচ
  14. ১টা দারচিনি
  15. ১ টা তেজপাতা
  16. স্বাদমত লবণ
  17. পরিমাণ মতো জল
  18. ৪চা চামচ সরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘ ৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন টা ধুয়ে জল ঝড়িয়ে ১/২ চামচ হলুদ, ১/২ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য লবণ দিয়ে ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন।

  2. 2

    এরপর কড়াই তে পরিমাণ মত তেল দিয়ে আলু গুলো ভালো করে ভেজে উঠিয়ে নিন।

  3. 3

    তারপর গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে।

  4. 4

    তারপর ২ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে ২ চামচ আদা রসুন বাটা দিয়ে মশলার উগ্র গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিন।

  5. 5

    তারপর একে একে গুঁড়ো মশলা দিয়ে, সামান্য জল দিয়ে ভালো ভাবে কষতে হবে।

  6. 6

    মশলার মধ্যে চিকেন দিয়ে খুব ভালো ভাবে কষিয়ে নিন। ঢেকে ঢেকে কষাতে হবে।

  7. 7

    ভালো করে কষে এলে আলু গুলো দিয়ে কষিয়ে নিন। তারপর ওপর দিয়ে ফ্রেস ক্রিম দিয়ে আবার কষিয়ে নিন।

  8. 8

    তারপর পরিমাণ মত গরম জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিন।

  9. 9

    ভালো মত সিদ্ধ হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দিন গ্যাস বন্ধ করে। তারপর ই চিকেন কারি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

Similar Recipes