টমেটো রুই কারি(Tomato Rui Kari recipe in Bengali)

Rumki Das
Rumki Das @cook_20820003

#মাছের রেসিপি বাঙ্গালীদের মাছ না হলে চলে না। তাইতো মাছে ভাতে বাঙালি দারুণ সুস্বাদু লোভনীয় পদ টমেটো রুই কারি।

টমেটো রুই কারি(Tomato Rui Kari recipe in Bengali)

#মাছের রেসিপি বাঙ্গালীদের মাছ না হলে চলে না। তাইতো মাছে ভাতে বাঙালি দারুণ সুস্বাদু লোভনীয় পদ টমেটো রুই কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4 জন
  1. 8 টুকরোরুই মাছ
  2. 2 টোবড়ো সাইজের টমাটো কুচি করা
  3. 2 চামচপেঁয়াজ বাটা
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 1 চা চামচজিরা গুঁড়া
  6. 100 গ্রামসরষের তেল
  7. 2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1 চা চামচচিনি
  10. স্বাদ মতনুন
  11. 1 কাপজল
  12. 2 চা চামচসরষে বাটা

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে যেতে হবে

  2. 2

    করা গরম হলে সরষে তেল দিয়ে দিতে হবে ওই তেলের মধ্যে মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে।

  3. 3

    এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে হালকা করে ভাজার পর টমেটো কুচি জিরে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে মশলা টা কষাতে হবে। পরিমাণ মত লবণ দিয়ে ভাল করে মশলা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিতে হবে মাছগুলো তুলে দিতে হবে এরপর সরষে বাটা দিয়ে এক ফুটফুটে গেলে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন টমেটো রুই কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumki Das
Rumki Das @cook_20820003

Similar Recipes