মুরগীর স্পেশাল স্ট্যু (moorgir special stew recie in Bengali)

নিবেদিতা মল্লিক
নিবেদিতা মল্লিক @cook_19984795

স্ট্যু সবাই আমরা ভালোবাসি বিশেষ করে ঠান্ডার দিনে, এতে সবজিও দেওয়া যায়,গরম গরম খেতে সুস্বাদু

মুরগীর স্পেশাল স্ট্যু (moorgir special stew recie in Bengali)

স্ট্যু সবাই আমরা ভালোবাসি বিশেষ করে ঠান্ডার দিনে, এতে সবজিও দেওয়া যায়,গরম গরম খেতে সুস্বাদু

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২ জন
  1. ২৫০ গ্রাম মুরগী
  2. ২ টি গোটা আলু
  3. ২ টি টুকরো কাঁচা পেঁপে
  4. ১ টি ছোট গোটা পেঁয়াজ
  5. ১টি ছোট গোটা টমেটো
  6. ২ টি লবঙ্গ ( ফোঁড়নের জন্য)
  7. ১ টাছোট এলাচ
  8. ৪ টি গোটা গোলমরিচ
  9. ১ টি তেজপাতা
  10. ২ টুকরো দারচিনি
  11. ২চা চামচ ভাজা মশলা গুঁড়ো(সব মিলিয়ে দারচিনি, ছোটএলাচ,লবঙ্গ,জৈত্রী, জায়ফল,ধনে,জিরা)
  12. ১ টি মাঝারি পেঁয়াজ কুচি
  13. ২ চা চামচ আদাবাটা
  14. ২ চা চামচ রসুনবাটা
  15. ১/২ কাপ দই
  16. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  17. পরিমাণ মতোসাদা তেল রান্নার জন্য
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. ২ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ২ চা চামচ সব মেলানো মশলাগুলি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে গুঁড় করে নিন, ১ চা চামচ এই গুঁড় মশলা, ১ চা চামচ করে আদা, রসুন বাটা,১/২ চা চামচ হলুদ ও দৈ মুরগীতে মাখিয়ে সারারাত ম্যারিনেট করুণ

  2. 2

    প্রেসার প্যানে ৩ টেবিল চামচ তেল দিয়ে ফোড়নের মশলাগুলি দিয়ে দিন, পিঁয়াজকুচি, আদা, রসুন বাটা সব দিয়ে মশলা কষুন

  3. 3

    ভালো করে মশলা কষে তেল ছাড়লে মুরগী দিয়ে দিন, আবার খুব ভালো করে কষুন

  4. 4

    এতে ১ চা চামচ ভাজা গুঁড় মশলা দিয়ে কষুন, এবার সব সবজি দিয়ে নেড়ে নিন

  5. 5

    ভালোকরে নেড়ে জল দিয়ে দিন, নুন চিনি দিয়ে প্রেসারে বসিয়ে দিন, দুটো সিটি পরলে আঁচ বন্ধ করে, গরম গরম পরিবেশন করুণ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
নিবেদিতা মল্লিক

Similar Recipes