ঘুগনি(Ghoogni recipe in bengali)

Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী
পুজোতে লুচি পরোটার সাথে বা রথের মেলাতে ঘুরতে গিয়ে পাপড় ভাজা,জিলিপির পর এটাও কিন্তু চাইই চাই।

ঘুগনি(Ghoogni recipe in bengali)

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী
পুজোতে লুচি পরোটার সাথে বা রথের মেলাতে ঘুরতে গিয়ে পাপড় ভাজা,জিলিপির পর এটাও কিন্তু চাইই চাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ২ কাপ সেদ্ধ মটর
  2. ১ টি ছোট আলু ডুমো করে কাটা
  3. ১/৪ কাপ নারকেল কুচি
  4. ১টি মাঝারি টমেটো কুচি
  5. ৩টি কাঁচা লঙ্কা
  6. ১ টি তেজপাতা
  7. ২ টি ছোট এলাচ
  8. ৩ টি লবঙ্গ
  9. ১ ইঞ্চি দারচিনি
  10. ১/২ টেবিল চামচ গোটা জিরে
  11. ১ টেবিল চামচ আদা বাটা
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ কাশ্মিরি লঙ্কা গুঁড়ো
  14. ১/৪ চা চামচ ধনে গুঁড়ো
  15. ১/৪ চা চামচ জিরে গুঁড়ো
  16. ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  17. ২ চিমটি চিনি
  18. ৩ টেবিল চামচ তেল
  19. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম করে কুচি করা নারকেল দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ওই তেলের মধ্যে গোটা জিরে,গোটা গরম মশলা,২টি কাঁচা লঙ্কা দিয়ে ৩০ সেকেন্ড মতো ভেজে তার মধ্যে কুচি করা আলু দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো কুচি,নুন দিয়ে ঢাকনা দিয়ে ১ মিনিট মতো রেখে দিতে হবে।

  3. 3

    ঢাকনা খুলে তার মধ্যে আদা বাটা,নুন,হলুদ গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো,কাশ্মিরি লঙ্কা গুঁড়ো আর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    কষানো হয়ে গেলে সিদ্ধ করা মটর,মটর সিদ্ধ করা জল,কাঁচা লংকা আর ভেজা নারকেল কুচি দিয়ে ৩ থেকে ৪ মিনিট মতো ফুটিয়ে উপর থেকে গরম মশলা,চিনি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhoshree Das
Subhoshree Das @subhoshree199493
Dankuni

Similar Recipes