ভোগের খিচুড়ি (bhoger khichuri recipe in bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#ebook2
গোপালের ভোগ নিবেদনের জন্য রইল এটটি নিরামিষ খিচুড়ি র রেসিপি।

ভোগের খিচুড়ি (bhoger khichuri recipe in bengali)

#ebook2
গোপালের ভোগ নিবেদনের জন্য রইল এটটি নিরামিষ খিচুড়ি র রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. ১+১/২ কাপ গোবিন্দ ভোগ চাল
  2. ১+১/২ কাপ সোনা মুগের ডাল
  3. ৪ টে মাঝারি সাইজের আলু অর্ধেক করে কাটা
  4. ১ টা ছোট ফুলকপি ছোট ছোট করে কাটা
  5. ১ কাপ কড়াইশুঁটি
  6. ১/২ কাপ টমেটো কুচি
  7. ১ টেবিল চামচ আদা বাটা
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ৩ টে গোটা সুকনো লঙ্কা
  11. ১ চা চামচ গোটা জিরা
  12. ২ টো তেজপাতা
  13. পরিমাণ মতলবণ
  14. স্বাদমতোচিনি
  15. পরিমাণ মতসরর্ষের তেল
  16. ২ টেবিল চামচ ঘি
  17. ভাজা মসলা
  18. ১ টেবিল চামচ গোটা জিরা
  19. ৪ টে এলাচ
  20. ৬ টা লবঙ্গ
  21. ১ ইঞ্চি দারুচিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    সুকনো খোলায় মুগ ডাল ভেজে নিতে হবে। তার পর ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। চাল ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    তেল গরম করে ফুলকপি ভালো করে ভেজে তুলে নেব। আলু লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার ওই তেলে তেজপাতা,সুকনো লঙ্কা, গোটা জিরা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে ভেজে নেব। টমেটো গলে গেলে জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলে গুলে দিয়ে দেব। একটু কসানো হলে দিয়ে দেব আদা বাটা।

  4. 4

    মসলা তেল ছেড়ে দিলে চাল দিয়ে মসলার সঙ্গে মিশিয়ে নেব। এবার ডাল টা দিয়ে দেব। ৫ মিনিট নারাচারা করে ভেজে রাখা আলু দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মত লবণ। তার পর দিয়ে দেব গরম জল। সব জল একেবারে না দিয়ে অল্প অল্প করে দেব।

  5. 5

    জল টা টেনে নিলে আবার গরম জল দেব। এইভাবে যতক্ষন না খিচুড়ি সেদ্ধ হচ্ছে ততক্ষন জল দেব।

  6. 6

    সেদ্ধ হয়ে গেলে ভাজা ফুলকপি, মটরসুটি আর স্বাদমতো চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব।

  7. 7

    ভাজা মসলা র উপকরণ গুলো সুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব।

  8. 8

    খিচুড়ি সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ঘি আর ভাজা মসলা ছড়িয়ে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট।

  9. 9

    তৈরি হয়ে গেলো ভোগের খিচুড়ি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

মন্তব্যগুলি (8)

Similar Recipes