দই পাপড়ি চাট (Dahi papdi chaat recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#GA4
#Week6
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি চাট কথাটা বেছে নিয়ে বানিয়েছি দই পাপড়ি চাট। খুব সহজ অথচ খুব টেস্টি একটা রেসিপি।

দই পাপড়ি চাট (Dahi papdi chaat recipe in Bengali)

#GA4
#Week6
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি চাট কথাটা বেছে নিয়ে বানিয়েছি দই পাপড়ি চাট। খুব সহজ অথচ খুব টেস্টি একটা রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
4জন
  1. 1 কাপআটা
  2. 1/8 কাপসুজি
  3. 1/8 চা চামচনুন
  4. 2টেবিল চামচ সাদা তেল
  5. 1 টাআলু সেদ্ধ
  6. 1 টাবড় পেঁয়াজ
  7. 1 টাবড় টমেটো
  8. 1 টামাঝারি শসা
  9. 1/2 কাপনারকেল কুচি
  10. 1/4 চা চামচচাট মশলা
  11. 1/2 কাপটকদই
  12. 1আঁটি ধনেপাতা
  13. 1/2লেবুর রস
  14. স্বাদমতোনুন ও চিনি
  15. 1/4 চা চামচলঙ্কা গুঁড়ো
  16. 1/2 কাপসেউ ভাজা

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    আটা,সুজি ও নুন একসাথে ভালো করে মিশিয়ে তেল দিয়ে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে 10-15 মিনিট একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

  2. 2

    সেদ্ধ করা ছোট ছোট টুকরো করে কেটে নুন ও চাট মশলা মাখিয়ে রাখতে হবে।

  3. 3

    10-15মিনিট পর ডো টাকে আর একবার ভালো করে ডোলে 3টে সমান ভাগে ভাগ করে রাখতে হবে। এবার একটা ভাগ নিয়ে একটু আটা ছিটিয়ে রুটির মতো বেলে নিয়ে কাটা চামচ দিয়ে পুরো রুটিটায় ফুটো ফুটো করে দিতে হবে। এবার কোন একটা ছোট ঢাকনার সাহায্যে কেটে নিতে হবে।

  4. 4

    কড়াইতে তেল গরম করে ঢিমে আঁচে ডোবা তেলে ভেজে নিলেই চাট বানানোর জন্য পাপড়ি রেডি হয়ে যাবে।

  5. 5

    পেঁয়াজ, শসা,টমেটো আর নারকেল কুচি করে রাখতে হবে। টকদই, নুন, চিনি ও লঙ্কা গুরো দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। ধনেপাতা নুন, চিনি ও লেবুর রস মিশিয়ে মিহি করে বেটে রাখতে হবে।

  6. 6

    এখন একটা প্লেটে পাপড়ি গুলো সাজিয়ে ওপর থেকে পেঁয়াজ কুচি, শসা কুচি, নারকেল কুচি, টমেটো কুচি, টকদই এর মিশ্রণ, ধনেপাতার চাটনি ও সেউ ভাজা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে দই পাপড়ি চাট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes