চানা-মশালা(chana-masala recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#GA4
#week-6
আমি এবারের ধাঁধা থেকে 'চিক-পিজ' শব্দটি তুলে নিয়ে তা দিয়ে বানিয়ে ফেলেছি চানা মশালা।এটি আটা-ময়দা দিয়ে তৈরি যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে।যেমন-রুটি, পরোটা, লুচি, বাটুরে,নান

চানা-মশালা(chana-masala recipe in Bengali)

#GA4
#week-6
আমি এবারের ধাঁধা থেকে 'চিক-পিজ' শব্দটি তুলে নিয়ে তা দিয়ে বানিয়ে ফেলেছি চানা মশালা।এটি আটা-ময়দা দিয়ে তৈরি যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে।যেমন-রুটি, পরোটা, লুচি, বাটুরে,নান

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
৫জন
  1. ৪০০গ্রাম কাবুলি ছোলা
  2. ১টি বড় আলু
  3. বাটা মশলা:-
  4. ১.৫টি পেঁয়াজ
  5. ১টি মাঝারি টমেটো
  6. ৫টি /স্বাদ মতকাঁচালঙ্কা
  7. ১টি মাঝারি আকারের রসুন
  8. ২৫গ্রাম আদা
  9. এছাড়াও-
  10. ২.৫ টি পেঁয়াজ কুচি করে কাটা
  11. ১/২চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  12. ১চিমটি কসুরি মেথি(হাতে ক্রাশ করা)
  13. ২চা চামচ এভারেস্টের চানা মশালা
  14. ১চা চামচ বাটার / মাখন
  15. ১/২ টেবিল চামচ ঘি
  16. পরিমাণমতোরান্নার জন্য ভেজিটেবিল অয়েল
  17. ১চা চামচ চিনি
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. ১চা চামচ হলুদ গুঁড়ো
  20. ফোঁড়ন:-
  21. ১/২চা চামচ জিরে
  22. ১টি শুকনোলঙ্কা
  23. ২টি তেজপাতা
  24. পরিমান মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    কাবুলিছোলা ভিজিয়ে রাখতে হবে কম করে ৫-৭ঘন্টা।এরপর একে ধুয়ে জল,চৌকো করে কাটা আলু ও অল্প করে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে কুকারে।চারটে সিটি মেরে ভাপ বার করে নিলেই হয়ে যাবে।

  2. 2

    মিক্সির বাটিতে আগেই পেস্ট করে নিতে হবে আদা-রসুন-পেঁয়াজ-টমেটো-কাঁচালঙ্কা সব একসাথে।মিহি বাটা হবে।

  3. 3

    কুকার থেকে সেদ্ধ করা আলু ও এক হাতা চানা নিয়ে ঠান্ডা হলে চটকে মেখে রাখতে হবে।

  4. 4

    কড়াই বসিয়ে দিতে হবে গ্যাসে।পরিমাণমতো তেল দিয়ে জিরে-তেজপাতা-শুকনোলঙ্কা ফোড়ন দিতে হবে।ফোড়নের গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে একটুক্ষণ।পেঁয়াজ হাফ সেদ্ধ হয়ে এলে দিতে হবে মিক্সিতে বেটে নেওয়া মশলা পুরোটা।এবারে কষিয়ে নিতে হবে খুব ভালো করে।মিক্সির বাটি ধোওয়া জলও দিতে হবে অল্প করে।গ্যাসের ফ্লেম ওঠা-নামা করবে এইসময় প্রয়োজন অনুযায়ী।ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলেই ভালো।এখনই ঘি দিতে হবে এরমধ্যে, তাহলে আর মশলার কাঁচা গন্ধ বের হবে না।

  5. 5

    মশলা কষানোর তেল বেরোতে শুরু করলে স্বাদ অনুযায়ী নুন,হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও এভারেস্টের চানা মশলা একে একে দিতে হবে ও একটু একটু করে মিশিয়ে নিতে হবে।চিনিও দিয়ে দেব এখনই।দুই মিনিট মতো রান্না করে দিতে হবে চানা ডোবা জল।

  6. 6

    চটকে রাখা আলু ও চানা দিয়ে দিতে হবে এবারে।মিশিয়ে নিয়ে গ্যাসের পাওয়ার মিডিয়ামে রেখে ফুটতে দিতে হবে চানা মশালা।

  7. 7

    গাঢ় হয়ে আসবে একটু পরেই।এবারে হাতে ক্রাশ করে দিতে হবে কসুরি মেথি।আরও একটু গাঢ় হলে বাটার দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট।

  8. 8

    ঢাকা খুললেই পেয়ে যাব আমার ছেলের অতি প্রিয় চানা-মশালা।এবারে একটা সারভিং বাটিতে ঢেলে পরিবেশন করবো গরম অবস্থায়।আমি রুটি দিয়ে সার্ভ করেছি।দারুণ লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes