লাবড়া (labra recipe in bengali)

Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

#ebook2 #দুর্গাপূজার রেসিপি
যেকোনো পূজার ভোগের সাথে লাবড়া ভীষণই ভালো লাগে। দূর্গা পূজার ভোগের খিচুড়ির সাথে লাবড়া আমাদের পাড়ার পুজো তে করা হতো। মনে পড়ে যায় সব দিনগুলোর কথা।

লাবড়া (labra recipe in bengali)

#ebook2 #দুর্গাপূজার রেসিপি
যেকোনো পূজার ভোগের সাথে লাবড়া ভীষণই ভালো লাগে। দূর্গা পূজার ভোগের খিচুড়ির সাথে লাবড়া আমাদের পাড়ার পুজো তে করা হতো। মনে পড়ে যায় সব দিনগুলোর কথা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
  1. 2টিআলু
  2. 2টি বেগুন
  3. 4টি পটল
  4. 1 ফালিকুমড়ো
  5. 4টিরাঙালু
  6. 1/2থোড়
  7. 1/2কাঁচকলা
  8. 1টেবিল চামচ পাঁচফোড়ন
  9. 1/2 কাপসরষের তেল
  10. 1টেবিল চামচ হলুদ গুঁড়া
  11. 1টেবিল চামচ জিরা গুঁড়ো
  12. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  13. 1টেবিল চামচ আদা বাটা
  14. 1 চা চামচভাজা মশলা গুঁড়ো
  15. 1টেবিল চামচ শুকনো লঙ্কাগুঁড়ো
  16. 2টি শুকনো লঙ্কা গোটা
  17. 2টিতেজপাতা
  18. 1টেবিল চামচ ঘি
  19. স্বাদমতোনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে উপরের উল্লেখিত সমস্ত সবজিগুলো একটু বড় সাইজের কেটে নিতে হবে। তারপর সেগুলো কে জলে ধুয়ে নিতে হবে।

  2. 2

    কড়াই এ তেল গরম হলে পাঁচফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁটা সবজি দিয়ে ভালো করে ভাজতে হবে।

  3. 3

    সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেলে একে একে সমস্ত মশলা যেমন আদা বাটা, হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে।

  4. 4

    মশলা ভালো করে মিশে গেলে এতে অল্প অল্প জল দিয়ে আবার ভাল করে নাড়তে হবে। সবজি জলে ভালোভাবে সেদ্ধ হয়ে মশলা ভালোভাবে মিশে গেলে এতে স্বাদমতো নুন ও চিনি দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে।

  5. 5

    জল শুকিয়ে সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এতে ঘি আর ভাজা মশলা ছড়িয়ে দিলেই তৈরী পুজোর ভোগের জন্য বানানো লাবড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

Similar Recipes