মালাই কোপ্তা (malai kofta recipe in Bengali)

Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

মালাই কোপ্তা (malai kofta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৪ জনের জন্য
  1. ৩ টা মাঝারি আলু সেদ্ধ
  2. ৩/৪ কাপ পনির গ্রেট করে
  3. ১ টা পেঁয়াজ স্লাইস করে কাটা
  4. ২ টা মাঝারি টমেটো
  5. ১ চা চামচ আদা রসুন বাটা
  6. ১ টা কাঁচা লঙ্কা কুঁচি
  7. ৩ টেবিল চামচ ময়দা
  8. ৪ টেবিল চামচ কাজু
  9. ২ টেবিল চামচ কিশমিশ
  10. ১.৫ চা চামচ গোটা জিরা
  11. ১ টা তেজপাতা
  12. ২ টা এলাচ
  13. ২ টা লবঙ্গ
  14. ১" দারচিনি
  15. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  18. ১ চা চামচ জিরা গুঁড়ো
  19. ১/৪ কাপ ফ্রেশ ক্রিম
  20. ১ টেবিল চামচ কসুরি মেথি
  21. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  22. ২ টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  23. প্রয়োজনমতোতেল
  24. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজগুলি বাদামি করে ভেজে নিন, তারপর তাতে আদা রসুন বাটা ও টমেটো দিয়ে নাড়তে থাকুন, টমেটো একটু নরম হয়ে এলে তাতে ২ টেবিল চামচ কাজু দিয়ে নাড়াচাড়া করুন।

  2. 2

    পেঁয়াজ ও টমেটো মাখা মাখা হয়ে গেলে ঠাণ্ডা হতে দিন, তারপর ব্লেন্ডারে পেস্ট করে পিউড়ি বানিয়ে নিন।

  3. 3

    একটা পাত্রে সিদ্ধ আলুগুলি মেস করে তাতে গ্রেট করা পনির, কাঁচালঙ্কা, ধনেপাতা, ১/২ চা চামচ জিরেগুঁড়ো, স্বাদমতো নুন, ২ টেবিল-চামচ কিসমিস, দুই টেবিল-চামচ কাজু কুঁচি ভালো করে মিশিয়ে নিন, তারপর তাতে ময়দা যোগ করে ভালো করে মিশিয়ে মেখে নিন।

  4. 4

    মাখা থেকে টুকরো নিয়ে গোল গোল করে কোপ্তা বানিয়ে নিন, তারপর কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলি ডিপ ফ্রাই করে লাল লাল করে ভেজে তুলে রাখুন।

  5. 5

    কড়াইতে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে ১ চা চামচ গোটা জিরা, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি ও লবঙ্গ ভেজে নিয়ে তাতে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনেগুঁড়ো, জিরা গুঁড়ো ও সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো পিউরি ও স্বাদমত নুন যোগ করুন এবং মিশিয়ে নিন।

  6. 6

    কম আঁচে কিছুক্ষণ ফোটানোর পর তাতে ফ্রেস ক্রীম মিশিয়ে নিন।

  7. 7

    তারপর তাতে আন্দাজমতো জল যোগ করে ঢাকা দিয়ে ১০ মিনিট ফুটান। তারপর তাতে কসুরি মেথি ও গরম মশলা গুঁড়ো মিশিয়ে আঁচ বন্ধ করে দিন।

  8. 8

    একটা ট্রেতে কোপ্তাগুলি সাজিয়ে নিয়ে তার উপরে গ্রেভি ঢেলে দিন ও উপরে ফ্রেস ক্রিম গার্নিশ করে নিন এবং তৈরি হয়ে যাবে সুস্বাদু এই মালাই কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

Similar Recipes