নিরামিষ ফুলকপির রেজালা(niramish foolkopir rezala recipe in Bengali)

Sreetama Das
Sreetama Das @cook_25927178

নিরামিষ ফুলকপির রেজালা(niramish foolkopir rezala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
চারজন
  1. 1টি মাঝারি মাপের ফুলকপি
  2. 2টেবিল চামচ পোস্ত
  3. 2 টেবিল চামচ চারমগজ
  4. 8-10 টা কাজুবাদাম
  5. 8-10 টা কিশমিশ
  6. 1 কাপ দুধ
  7. স্বাদমতো লবণ
  8. 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো
  9. 1/2 চা চামচচিনি
  10. 1 চা চামচ গোটা গরম মসলা
  11. প্রয়োজন অনুযায়ী জয়িত্রী
  12. 4-5ফোঁটা গোলাপজল
  13. 1 চিমটি কেশর
  14. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  15. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  16. 1 চা চামচ ঘি
  17. পরিমান মত রিফাইন্ড অয়েল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি টুকরো টুকরো করে কেটে জলে ভাল করে ধুয়ে অল্প করে একটু ভাপিয়ে নিতে হবে ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে

  2. 2

    এবার কড়াইতে এক টেবিল চামচ মত সাদা তেল বা যেকোনো রিফাইন অয়েল দিয়ে ফুলকপি গুলো হাল্কা ভেজে নিতে হবে

  3. 3

    এবার একটি মিক্সিং জারে 2 টেবিল চামচ পোস্ত 2 টেবিল চামচ চারমগজ ও আর দশটা কাজু দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নিতে হবে তারপর সামান্য দুধ ও কিসমিস দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিতে হবে

  4. 4

    এবার কড়াইতে আবার কিছুটা রিফাইন অয়েল দিয়ে গোটা গরম মসলা ও সামান্য জৈত্রী ফোড়ন দিতে হবে তারপর মিক্সিতে করা মসলার পেস্টটি দিয়ে দিতে হবে এই সময় পরিমাণ মত লবণ ও হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মসলাটি ভালো করে কষিয়ে নিতে হবে

  5. 5

    মসলাটি ভালো করে কষানো হয়ে গেলে জলের পরিবর্তে দুধ দিয়ে ফুটিয়ে নিতে হবে ও তারপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এইসময় হাফ চা চামচ চিনি ও দেওয়া যেতে পারে

  6. 6

    একটি বাটিতে সামান্য দুধ নিয়ে তাতে কয়েকটি কেশর ভিজিয়ে রাখতে হবে ফুলকপি গুলো ভালো মত সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে দুধে ভেজানো কেশরটি দিয়ে দিতে হবে ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, চার-পাঁচ ফোঁটা গোলাপজল ও 1 চা চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপির রেজালা উপর থেকে ধনেপাতা কুচি সাজিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sreetama Das
Sreetama Das @cook_25927178

Similar Recipes