বেগুনি(Beguni recipe in Bengali)

Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

বেগুনি(Beguni recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ৫ টা গোল করে কাটা বেগুন
  2. ১৫০ গ্রাম বেসন
  3. ১ চা চামচ কালো জিরে
  4. ১ চা চামচ হলুদের গুঁড়ো
  5. ১ চিমটি বেকিং সোডা
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  8. পরিমাণ মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে বেগুন গুলোকে গোল গোল করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর বেসন,হলুদগুড়ো,জিরে গুঁড়ো,লঙ্কাগুঁড়ো,কালো জিরে,বেকিংসোডা,লবণ ও অল্প জল দিতে হবে

  3. 3

    ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর কড়াইতে তেল দিতে হবে।এবং বেগুন গুলো কে বেসনগোলায় চুবিয়ে তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে বেগুনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

Similar Recipes