শিম হারিয়ালি(shim hariyali recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

শীতকালীন সবজিগুলোর মধ্যে শিমই বোধ হয় একমাত্র যা গরমে পাওয়া দুষ্কর; অথচ চচ্চড়ি,শাক, রসা ,মাছ সবেতেই এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।আমি আজ যে পদটি বানাতে চলেছি তা খুব সহজে বানিয়ে ফেলা যায়👍আর একদম মশলাবিহীন।অথচ খেতেও দারুণ😊যারা শিম খেতে পছন্দ করে না তারাও খাবে এমনই এর স্বাদ।

শিম হারিয়ালি(shim hariyali recipe in Bengali)

শীতকালীন সবজিগুলোর মধ্যে শিমই বোধ হয় একমাত্র যা গরমে পাওয়া দুষ্কর; অথচ চচ্চড়ি,শাক, রসা ,মাছ সবেতেই এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।আমি আজ যে পদটি বানাতে চলেছি তা খুব সহজে বানিয়ে ফেলা যায়👍আর একদম মশলাবিহীন।অথচ খেতেও দারুণ😊যারা শিম খেতে পছন্দ করে না তারাও খাবে এমনই এর স্বাদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০মিনিট
৪-৫জন
  1. ৩৫০গ্রাম শিম
  2. ১বড় বাটি বেছে রাখা ধনেপাতা
  3. ৪টে কাঁচালঙ্কা(ঝাল নিজের পছন্দ মতো)
  4. ৩/৪চা চামচ কালোজিরে
  5. ১টি শুকনো লঙ্কা
  6. স্বাদ অনুযায়ী নুন
  7. ১ চিমটি হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচচিনি
  9. ১/২চা চামচ পাতি লেবুর রস
  10. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেলে রান্না হবে

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০মিনিট
  1. 1

    শিম ধুয়ে বোঁটা ছাড়িয়ে গোটা গোটা রাখতে হবে।আঁশ বাদ দিতে হবে।ধনেপাতা ও কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিতে হবে গ্যাসে।গরম হলে কালোজিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে ছেড়ে দিতে হবে শিমগুলো।

  3. 3

    একটু ভাজা ভাজা করে নিতে হবে এবারে।নুন-হলুদ দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে শিম।

  4. 4

    এরপর ঢাকা খুলে ধনেপাতা বাটা দিয়ে মিশিয়ে নিতে হবে সবটা।হতে দিতে হবে একটুক্ষণ।তরকারি মজে এলে প্রায় একটু চিনি ও লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে উনুন থেকে।

  5. 5

    সুনির্দিষ্ট পাত্রে ঢেলে গরম ভাতে খেতে হবে এই শিম হরিয়ালি।খাওয়া পুরো জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes