রসগোল্লার অম্বল (Roshogollar Ombol recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

#ঠাকুরবাড়ির২০২১
আমি শ্রধ্যেও পূর্ণিমা ঠাকুরের রেসিপি অনুসরণ করে ঠাকুর বাড়ির অতি জনপ্রিয় এই রসগোল্লার অম্বল টি প্রস্তুত করার চেষ্টা করলাম। খেতে ভারি সুস্বাদু হয়েছে , খুবই মুখরোচক হয় এটি। টক ঝালমিষ্টি মিলেমিশে একাকার হয়ে রান্নায় এক আলাদা মাত্রা যোগ করে।

রসগোল্লার অম্বল (Roshogollar Ombol recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
আমি শ্রধ্যেও পূর্ণিমা ঠাকুরের রেসিপি অনুসরণ করে ঠাকুর বাড়ির অতি জনপ্রিয় এই রসগোল্লার অম্বল টি প্রস্তুত করার চেষ্টা করলাম। খেতে ভারি সুস্বাদু হয়েছে , খুবই মুখরোচক হয় এটি। টক ঝালমিষ্টি মিলেমিশে একাকার হয়ে রান্নায় এক আলাদা মাত্রা যোগ করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১০-১২ টি রসগোল্লা
  2. ৩-৪ টেবিল চামচ চিনি (স্বাদ অনুসারে)
  3. ৪-৫ টি কাঁচা লঙ্কা(নিজের পছন্দ অনুসারে)
  4. স্বাদ অনুসারেলবণ
  5. ২ টেবিল চামচ কিশমিশ
  6. প্রয়োজন অনুসারেজল
  7. ২-৩ টি পাতি লেবুর রস (টক নিজের পছন্দ অনুসারে কম অথবা বেশি)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে রসগোল্লা গুলো রস থেকে উঠিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর একটি পাত্রে দেড় গ্লাস মতো জল গরম করে সামান্য লবণ দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। রসগোল্লা গুলো মিনিট দশেকের জন্য ওই গরম জলে ভিজিয়ে তুলে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর অন্য একটি পাত্রে আবারো এক থেকে দেড় গ্লাস জল দিয়ে ফোটাতে থাকতে হবে এবং চিনি টা দিয়ে দিতে হবে। ২ মিনিট ফুটিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু জাল দিয়ে জল ঝরানো রসগোল্লা গুলো দিয়ে দিতে হবে।

  4. 4

    এরপর স্বাদ অনুসারে লবণ, কিশমিশ দিয়ে আরো দুই মিনিট ফুটিয়ে লেবুর রস দিয়ে দিতে হবে।

  5. 5

    তারপর এক মিনিট জাল দিয়ে নামিয়ে নিতে হবে। ঝোল টা নিজের পছন্দ মতো কম বা বেশি রাখতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

মন্তব্যগুলি (11)

Similar Recipes