সবজি ডাল (sabji Dal recipe in Bengali)

Jamuna Roy
Jamuna Roy @cook_27843527
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পনেরো থেকে কুড়ি মিনিট
  1. ১০০ গ্রামমটর ডাল
  2. ১টাছোট ফুলকপি
  3. ১ টা গাজর লম্বা করে কাটা
  4. ১/৪ কাপমটরশুঁটি
  5. ১ টিটমেটো কুচি করা
  6. ১ চা চামচহলুদ গুঁড়ো
  7. ১ চা চামচজিরের গুঁড়ো
  8. ১ চা চামচধনে গুঁড়ো
  9. ১/২চা-চামচ লঙ্কার গুঁড়ো
  10. ১ চা চামচআদা বাটা
  11. ১ চা চামচগোটা জিরে
  12. ১ টিতেজপাতা
  13. ১টিশুকনো লঙ্কা
  14. ১/২ চা চামচগরম মশলার গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ীনুন চিনি
  16. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

পনেরো থেকে কুড়ি মিনিট
  1. 1

    প্রথমে ডাল একটু সেদ্ধ করে নিতে হবে পেশার কুকারে দিয়ে কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিন কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত।

  2. 2

    এবারে ফুলকপির, গাজর ও মটরশুটি দিয়ে দিন। একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন।

  3. 3

    ঢাকা তুলে টমেটো কুচি দিয়ে নেড়ে নিন এবং নরম হতে দিন টমেটো এবারে সব মশলা গুলো একে একে দিয়ে ভালো করে নাড়ুন।

  4. 4

    মসলা তেল ছাড়তে শুরু করলে ডাল দিয়ে ভালো করে মিশিয়ে প্রয়োজন মত উষ্ণ জল দিন,পরিমাণ মতো নুন মিশিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

  5. 5

    ডাল সিদ্ধ হয়ে গেলে ঢাকা তুলে প্রয়োজন মতো চিনি ও দরকার হলে একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।

  6. 6

    ঘি ও গরম মসলা ছড়িয়ে নামিয়ে গরম ভাত সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jamuna Roy
Jamuna Roy @cook_27843527

Similar Recipes