চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

Priya Karmakar ( Rachayita)
Priya Karmakar ( Rachayita) @Rachayita_Karmakar
Kalna, Purba Bardhaman

চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা ৩০ মিনিট
৪জন
  1. ৩০০ গ্রাম বাসমত চাল
  2. ৫-৬টাপেয়াজ কুচি
  3. পরিমান মতোএলাচ,লবঙ্গ,দারচিনি
  4. ৩টেআলু
  5. ২৫০গ্রাম মুরগির মাংস
  6. ৪ টে ডিম
  7. ১চা চামচআদা বাটা,রসুন বাটা
  8. ১ চা চামচজিরে গুঁড়ো
  9. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. ২চা চামচবিরিয়ানি মশলা
  12. ৪চা চামচটমেটো সস
  13. ৪টেবিল চামচচামচ টক দই
  14. ২চা চামচ+ ২ চা চামচগোলাপ জল ও কেওড়া জল
  15. ২ ফোঁটামিঠা আতর
  16. ২কাপফোটানো দুধ
  17. ১/২চা চামচ ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা ৩০ মিনিট
  1. 1

    প্রথমে বাসমতি চালটা ধুয়ে নিয়ে ১ঘণ্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    পেয়াজ গুলো এইভাবে কুচি করে নিতে হবে, এই পেয়াজ থেকে বেরেস্তা ভাজা হবে তাই টুকরো গুলো প্রত্যেকটা ছাড়িয়ে নিতে হবে, আর অর্ধেক এর আরো অর্ধেক পেয়াজ কুচি মাংস কষানোর জন্যে রেখে দেবো।

  3. 3

    এরপর একটি পাত্রে জল গরম করে তাতে এলাচ লবঙ্গ দারচিনি আর লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে ভেজানো বাসমতি ক্যালটা দিয়ে ফুটতে দিতে হবে। চাল টা ৮০% সেদ্ধ হলে একটি ফুটো ফুটো দেওয়া থালায় ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হবার জন্যে

  4. 4

    এরপর কড়াইতে তেল গরম করে পেয়া গুলো অল্প নুন আর চিনি ছড়িয়ে, ভালো করে ভেজে নিতে হবে বাদামি রং হওয়া পর্যন্ত, বেরেস্তা বানিয়ে নিতে হবে এইভাবে।

  5. 5

    এরপর ডিম সেদ্ধ আর আলু গুলো তেলে ভালো করে ভেজে নিতে হবে অল্প নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুরও দিয়ে।

  6. 6

    এরপর আদা বাটা,হলুদ গুরো, জিরে গুরো, সানরাইজ বিরিয়ানি মসলা,টমেটো সস, কাশ্মীরি লঙ্কা গুরো আর অল্প জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে এবং কড়াইতে তেল দিয়ে রসুন কুচি আর পেয়াজ ভেজে নিয়ে এই মসলা টা দিয়ে,আর স্বাদ মত নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  7. 7

    এরপর মসলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে কষাতে হবে। আর মাংস দেওয়ার আগে টক দই দিয়ে মসলা টা আগে একটু কষিয়ে নেবেন।এরপর অল্প জল দিয়ে মাংস টা সেদ্ধ হতে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।

  8. 8

    এরপর দুটো বাটিতে দুধ নিয়ে তার মধ্যে একটা বাটি র দুধে গোলাপ জল,কেওড়া জল মিঠা আতর মিশিয়ে নিতে হবে,আর অন্য বাটির দুধে ফুড কালার মিশিয়ে নিতে হবে

  9. 9

    এরপর হাড়িতে বাসমতি চালের ভাত টা দিয়ে তার ওপর কষানো মাংস আর গ্রেভি টা দিয়ে অল্প গোলাপ জল মেশানো দুধ আর অল্প ফুড কালার মেশানো দুধ ছড়িয়ে দিতে হবে।

  10. 10

    তার ওপর আবার ভাতের একটা লেয়ার সাজিয়ে আবার একই রকম ভাবে গোলাপ জল মেশানো দুধ আর ফুড কালার মেশানো দুধ ছড়িয়ে দিতে হবে। তার ওপর আবার ভাতের লেয়ার সাজিয়ে সেদ্ধ ডিম আর আলু গুলো সাজিয়ে আবার একই রকম ভাবে গোলাপ জল মেশানো দুধ আর ফুড কালার মেশানো দুধ ছড়িয়ে বেরেস্তা গুলো ওপরে ছড়িয়ে দিতে হবে।

  11. 11

    এরপর একটা রুটি করার গরম তাওয়ার ওপর হারিটা বসিয়ে ওপরে ভারী কিছু চাপা দিয়ে অল্প আঁচে দমে বিরিয়ানি টা হতে দিতে হবে প্রায় ১ঘণ্টা মত। এরপর নামিয়ে নিলেই তৈরি চিকেন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priya Karmakar ( Rachayita)
Priya Karmakar ( Rachayita) @Rachayita_Karmakar
Kalna, Purba Bardhaman
I'm a student👩‍🏫আমি রান্না করতে আর নতুন নতুন রান্না শিখতে পছন্দ করি❤️🥣🍲🍝🥘🥙🍛🍜🍱🧉
আরও পড়ুন

Similar Recipes