মটন বিরিয়ানি (Mutton Biryani recipe in Bengali)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

#GA4
#week16
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বিরিয়ানি বেছে নিয়েছি

মটন বিরিয়ানি (Mutton Biryani recipe in Bengali)

#GA4
#week16
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বিরিয়ানি বেছে নিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2-3 জন
  1. 2 কাপবাসমতী চাল
  2. 500মটন
  3. 5 টি মাঝারি আলু
  4. 2 টি মাঝারি পেঁয়াজ
  5. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  6. 3-4 চা চামচটক দই
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. 1 কাপদুধ
  9. 1 চিমটিকেশর
  10. 1 চা চামচকেওরা জল
  11. 1 চা চামচগোলাপ জল
  12. 3-4 ফোঁটামিঠা আতর
  13. 2টেবিল চামচ বিরিয়ানি মশলা
  14. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. 2টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  16. পরিমাণ মতোগোটা গরম মশলা
  17. 4-5 টাতেজপাতা
  18. 1 টিপাতি লেবুর রস
  19. 1/2 কাপসাদা তেল
  20. 2টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে,তারপর একটি পাত্রে জল,নুন,তেজপাতা,গোটা গরম মশলা দিয়ে ফুটিয়ে চালটা দিয়ে 60% মত ভাতটা করে লেবুর রস আর ঘী ছড়িয়ে জল টা ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    দুধ গরম করে তাতে কেশর ভিজিয়ে রাখতে হবে

  3. 3

    প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এরপর কুকারে বেরেস্তা ভাজা কিছুটা তেল,1 কাপ জল, নুন, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, বিরিয়ানি মশলা,গুরো গরম মশলা, কাশ্মিরী লাল লঙ্কা গুঁড়ো আর মটন টা দিয়ে ঢাকা লাগিয়ে একদম কম আঁচে 2 টো সিটি দিতে হবে।

  5. 5

    এরপর অন্য দিকে আলু গুলো নুন,হলুদ মাখিয়ে সামান্য ভেজে বেরেস্তা দিয়ে জল দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে।

  6. 6

    তারপর মটন আর আলু গুলো আলাদা করে আর মটন সেদ্ধ ঝোল টা আলাদা করে রাখতে হবে।

  7. 7

    তারপর যে পাত্রে বিরিয়ানি করা হবে সেটা তে একটু ঘী ব্রাশ করে তেজপাতা দিয়ে তার ওপরে ওই রোগান টা একটু দিয়ে তাতে মটন আর আলু গুলো সাজিয়ে টক দই, বিরিয়ানি মশলা,গরম মশলা গুঁড়া,বেরেস্তা, কেশর ভেজানো দুধ সামান্য,গোলাপ জল, কেওর জল, লেবুর রস দিয়ে কিছুটা ভাত ছড়িয়ে দিতে হবে এভাবে পর পর ভাত,আলু,মাংস সব কিছু সাজিয়ে একদম ওপরে কেশর দুধ,বেরেস্তা, রোগণ,গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে ঘী দিয়ে চারিপাশে আটা দিয়ে ঢাকা চেপে লাগিয়ে দিতে হবে

  8. 8

    তারপর একটি তাওয়ার ওপর পাত্র রেখে একদম কম আঁচে 30 মিনিটের জন্য দমে রেখে রান্না করতে হবে।

  9. 9

    এরপর গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

Similar Recipes