ব্ল্যাক ফরেস্ট কেক (Black forest cake recipe in Bengali)

শ্রেয়া দত্ত
শ্রেয়া দত্ত @cook_25151492

#GA4#WEEK17
এই সপ্তাহে pestri শব্দ বেছে নিয়ে আমি তৈরি করব black forest cake

ব্ল্যাক ফরেস্ট কেক (Black forest cake recipe in Bengali)

#GA4#WEEK17
এই সপ্তাহে pestri শব্দ বেছে নিয়ে আমি তৈরি করব black forest cake

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপময়দা
  2. 3 কাপচিনি গুড়
  3. 2 টোডিম
  4. পরিমান মত চকোলেট
  5. 1 চা চামচবেকিং পাউডার
  6. 1 চা চামচবেকিং সোডা
  7. 1/2 লিটারদুধ
  8. 1 কাপতেল
  9. 2 কাপজল ( সিরাপ এর জন্য)
  10. 1 বাটিচেরি কুচি
  11. 1/2 কাপচিনি
  12. 2 বাটি ক্রিম
  13. 1/2 বাটিচিনি
  14. পরিমাণ মতোগোটা চেরি ( টপিং এর জন্য)
  15. 1 বাটিচকো রাইস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দা,বেকিং পাউডার,বেকিং সোডা একেবারে চেলে নিয়ে ডিম ভেঙে নিয়ে পাউডার সুগার মিশিয়ে নিয়ে ময়দার মিশ্রণ দিতে থাকবো এরপর পরিমান মতো দুধ দিয়ে বিট করে নিয়ে তেল মিশিয়ে আবারো বিট করে বেক করার পাত্রে ঢেলে বেক করে নেবো। বেক হলে ঠাণ্ডা করে তিনটি লেয়ারে কেটে নেবো

  2. 2

    এরপর জল,চিনি আর চেরি ফুটিয়ে সিরাপ বানিয়ে ঠাণ্ডা করে নেবো। তারপর একটা বাটিতে অল্প বরফ যুক্ত ক্রিম নিয়ে ভালো করে বিট করে আইসিং সুগার দিয়ে আবারো বিট করে নিলেই তৈরি ক্রিম

  3. 3

    এরপর কেকের বেসের ওপর একটু ক্রিম লাগিয়ে কেকের একটা লেয়ার দিয়ে চিনির সিরাপ ব্রাশ করে দেবো তারপর ক্রিম লাগিয়ে কুচি করা চেরি দিয়ে আরেকটা লেয়ার দিয়ে সিরাপ ব্রাশ করে ক্রিম লাগিয়ে চেরি ছড়িয়ে শেষ লেয়ার দিয়ে সিরাপ ব্রাশ করে পুরো কেকে ভালো করে ক্রিম লাগিয়ে নেবো। চকো রাইস দিয়ে পুরো কেক সাজিয়ে নেবো

  4. 4

    এরপর একটা পিইপিং ব্যাগে নজেল সেট করে পরিমাণ মতো ক্রিম ভরে ইচ্ছা মতো ডিজাইন করে গোটা চেরি দিয়ে সাজিয়ে নিলে তৈরি সকলের প্রিয় ব্ল্যাক ফরেস্ট কেক।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শ্রেয়া দত্ত

Similar Recipes