ছানার মালাই কোফতা (chanar malai kofta recipe in Bengali)

Chhanda Guha
Chhanda Guha @cook_26547648

#GA4
#week20
ছানার মালাই কোফতা খুবই অথেনটিক অসাধারণ একটি পদ, যা ভাত, পোলাও, রুটি সবের সাথেই দারুণ লাগে খেতে, আজ সকলের সাথে আমি এই এ সপ্তাহের ধাঁধা থেকে বেছে নেওয়া কোফতার রেসিপি শেয়ার করলাম।।

ছানার মালাই কোফতা (chanar malai kofta recipe in Bengali)

#GA4
#week20
ছানার মালাই কোফতা খুবই অথেনটিক অসাধারণ একটি পদ, যা ভাত, পোলাও, রুটি সবের সাথেই দারুণ লাগে খেতে, আজ সকলের সাথে আমি এই এ সপ্তাহের ধাঁধা থেকে বেছে নেওয়া কোফতার রেসিপি শেয়ার করলাম।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জনের জন্য
  1. ১ কিলো দুধের ছানা
  2. ৩ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  3. ১ টেবিল চামচ ময়দা
  4. ২ চা চামচ ঘি
  5. স্বাদমতোনুন, চিনি
  6. ১ টেবিল চামচ কাজুবাদাম
  7. ১ টেবিল চামচ কিসমিস
  8. ১ টেবিল চামচ চারমগজ
  9. ১ টা মাঝারি টমেটো
  10. স্বাদমতোকাঁচা লঙ্কা
  11. ৩ - ৪ টে লবঙ্গ
  12. ৩ - ৪ টে এলাচ
  13. ২ টো তেজপাতা
  14. ১ইঞ্চিআদা
  15. ২ চা চামচলঙ্কা গুঁড়ো
  16. ১/২ চা চামচ গরমমশালা গুঁড়ো
  17. পরিমাণ মতোসর্ষের তেল
  18. ২ চা চামচ সাদা জিরে গুঁড়ো
  19. প্রয়োজন অনুযায়ীদারচিনি
  20. ২ টো শুকনো লঙ্কা
  21. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  22. প্রয়োজন অনুযায়ীগার্নিশিং এর জন্য ধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ছানা কেটে জল ঝরিয়ে সমস্ত উপকরণ গুছিয়ে নিতে হবে।।

  2. 2

    ছানার সাথে, এক টেবিল চামচ ময়দা, এক চা চামচ ঘী, নুন, হলুদ, চিনি, লংকাগুঁড়ো, কিসমিস কুচি, কাচালংকা কুচি, গরম মশালা গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে বল বানিয়ে ভেজে নিতে হবে।।

  3. 3

    তারপর ফ্রাইপ্যানে এক টেবিল চামচ সরষের তেলে দারচিনি, লবঙ্গ,এলাচ, শুকনোলংকা ফোড়ন দিয়ে নেরেচেরে তাতে পেঁয়াজ, আদা কাচালংকা, টমেটো, কাজু,হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে তার সাথে চালমগজ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।।

  4. 4

    তারপর ফ্রাইপ্যানে সরষের তেলের সাথে এক চা চামচ ঘী গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে তৈরি করে রাখা পেস্ট টা দিয়ে তাতে নুন, হলুদ, লংকাগুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, কাশ্মীরি লংকা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে ভেজে রাখা ছানার কোফতা গুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে ফ্রেশ ক্রিম আর চেরা কাঁচা লংকা দিয়ে নামিয়ে নিলেই রেডি সুস্বাদু ছানার মালাই কোফতা।। শেষে ধনেপাতা আর ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Guha
Chhanda Guha @cook_26547648

Similar Recipes