এগরোল(Egg roll recipe in Bengali)

Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

এগরোল(Egg roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2জন
  1. 1/2 কাপময়দা
  2. 2টেবিল চামচ সাদা তেল
  3. 1 টাপেঁয়াজ কুচি
  4. 1/2ক্যাপ্সিকাম কুচি
  5. 1/2শসা কুচি
  6. স্বাদ মতো নুন
  7. 1টেবিল চামচ টমেটো সস
  8. 2 টোডিম
  9. 1/2 চা চামচকাঁচা লঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে সব্জি গুলো ভালো করে কেটে নিন ।এবার ময়দায় নুন ও অল্প সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে জলদিয়ে ভালো করে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে ।

  2. 2

    এবার ঐ ডো থেকে লেচি কেটে পরটার মতো বেলে নিন।

  3. 3

    এবার তাওয়ায় তেল দিয়ে পরোটা ভালো করে ভেজে নামিয়ে নিন।

  4. 4

    এবার মিম ভেঁঙ্গে নুন দিয়ে ফেটিয়ে নিন ।

  5. 5

    আবার তাওয়ায় তেলদিয়ে ডিমের মিশ্রন টা দিয়ে অমলেটের মতো ছড়িয়ে দিয়ে ওপরে পরোটাটা চাপিয়ে দিন ।

  6. 6

    এবার দুপিঠ ভেজে নামিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা উপকরন গুলো দিয়ে সাজিয়ে সস্ দিয়ে রোল করে পরিবেশধ করুন এগরোল ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

Similar Recipes