দই মাছ (Doi Mach recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#ফেব্রুয়ারি২
#দইমাছ
আমি এবারের মাছের রেসিপি থেকে দই মাছ কে বেছে নিয়েছি | দই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী | এটি যেমন হজমকারক তেমনি পুষ্টিকর ও | কাতলা মাছের পেটি নুন ও সামান্য হলুদ দিয়ে হাল্কা করে ভেজে , টকদই পেঁয়াজ, আদা রসুন কাঁচাল;কা , কাজু পোস্তবাঁটা দিয়ে রান্না করেছি | শেষে টকদই ও সামান্য ঘিও গরম মশলা দিয়ে গরম ভাতে পরিবেশন করেছি | এটি খেতে যেমন টেস্টি তেমনি দেখতে ও হয়েছে চমৎকার | তাই দেরী কেন ,আজই করে ফেলো এই রেসিপিটি |

দই মাছ (Doi Mach recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
#দইমাছ
আমি এবারের মাছের রেসিপি থেকে দই মাছ কে বেছে নিয়েছি | দই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী | এটি যেমন হজমকারক তেমনি পুষ্টিকর ও | কাতলা মাছের পেটি নুন ও সামান্য হলুদ দিয়ে হাল্কা করে ভেজে , টকদই পেঁয়াজ, আদা রসুন কাঁচাল;কা , কাজু পোস্তবাঁটা দিয়ে রান্না করেছি | শেষে টকদই ও সামান্য ঘিও গরম মশলা দিয়ে গরম ভাতে পরিবেশন করেছি | এটি খেতে যেমন টেস্টি তেমনি দেখতে ও হয়েছে চমৎকার | তাই দেরী কেন ,আজই করে ফেলো এই রেসিপিটি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪-৫ জন
  1. ৫ পিস কাতলা মাছের পেটি
  2. ৪চা চামচ টকদই জল ঝরানো
  3. ১/২ পেঁয়াজ কুচি
  4. ১/২ পেঁয়াজ বাঁটা
  5. ১ চা চামচ আদা রসুন বাঁটা
  6. ২ চা চামচ করে (কাজু +পোস্ত+ কাচালংকা বাঁটা)
  7. ১টি গোটা লঙ্কা
  8. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১/২ চা চামচ গরম মশলা
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ৪চা চামচ সাদা তেল
  12. ১ চা চামচ ঘি
  13. ১ চা চামচ মাখন
  14. ১/২ চা চামচ চিনি
  15. ১ চা চামচ সাদা জিরা
  16. ২টি তেজপাতা
  17. ১টি এলাচ
  18. ১টি লবঙ্গ
  19. ১টুকরা দারুচিনি

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে নুন ও খুব সামান্য হলুদ মাখিয়ে রাখতে.হবে । এবার প্যানে সাদা তেল দিয়ে,মাছ হাল্কা করে ভেজে তুলে রাখতে হবে ।

  2. 2

    এবার ঐ প্যানে ২ চা তেল দিয়েলংকা,তেজপাতা,গোটা গরম মশলা থেঁতো ফোঁড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে ভাজতে হবে | এবার তাতে পেঁয়াজবাঁটা দিয়ে কষাতে হবে |

  3. 3

    এবার তাতে একে একে রসুন, আদা, কাঁচা লংকা নুন জিরে দিয়ে কষাতে হবে |

  4. 4

    এবার তাতে বাঁটা কাজু,চরমগজ পোস্তদিয়ে নেড়ে, ফেটানো টকদই দিয়ে আঁচ কমিয়ে, চিনি দিয়ে ভাজতে হবে |

  5. 5

    তেল ছেড়ে এলে সামান্য গরম জল দিয়ে ঝোল ফুটলে মাছ ভাজা দিতে হবে | ৩-৪ মিনিট ফুটলেঘি মাখন গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেল তে হবে + এবার গরম ভাত / রাইস দিয়ে পরিবেশন করতে হবে । এভাবেই তৈরী হয়ে গেল ~ দই মাছ | খুব সহজ অথচ সুন্দর রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি (5)

Similar Recipes