রেস্টুরেন্ট স্টাইল এগ্ রোল (Egg roll recipe in bengali)

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

রেস্টুরেন্ট স্টাইল এগ্ রোল (Egg roll recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপময়দা
  2. 3 টিডিম
  3. 1 টিশসা কুচি
  4. 1 টিপেঁয়াজ কুচি
  5. 1.5টেবিল চামচ চিলি সস
  6. 3টেবিল চামচ টমেটো সস
  7. 1টেবিল চামচ ভাজা মশলা
  8. 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. স্বাদমতো লবণ ও বিট লবণ
  10. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে এক কাপ ময়দার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেলের ময়ান দিয়ে ও 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা মন্ড তৈরি করে নিতে হবে। মন্ডটাকে 15 মিনিট মত রেস্ট করতে রাখতে হবে। এরপরে মন্ড টা থেকে লেচি কেটে নিয়ে পরোটার আকারে বেলে ভালো করে সে কে নিতে হবে।

  2. 2

    এরপরে ডিমটাকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে প্যানের মধ্যে গরম তেলে দিয়ে দিতে হবে। এবং তার ওপরে সেকে রাখা পরোটাটা দিয়ে দিতে হবে এবং দুই পিঠ ভেজে নিতে হবে।

  3. 3

    এরপরে ভেজে রাখা রোল টার উপরে চিলি সস,গোলমরিচ গুঁড়ো, ভাজা মসলা দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি ও শসা কুচি এবং সামান্য বিট লবণ। সবার ওপরে দিয়ে দিতে হবে টমেটো সস। এবারে পরোটা টাকে রোল করে নিতে হবে।

  4. 4

    ব্যস তাহলেই খুব সহজে রেডি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইল এগ রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

মন্তব্যগুলি (3)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বাহ! বেশ ভালো রেসিপি👍
সুন্দর প্রেসেন্টেশন🍬
🌷
আমিও কিছু নতুন রেসিপি ট্রাই করেছি সময় পেলে দেখে লাইক ও মন্তব্যে দেবেন।পছন্দ হলে অনুসরণ🍒

Similar Recipes