কড়াই পনির (kadai paneer recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#GA4
#week23
এই সপ্তাহের ধাঁধা থেকে কড়াই পনির শব্দটি বেছে নিলাম। এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ।রুটি পোলাও পরোটা সবকিছুর সাথেই খেতে খুব ভালো লাগে।

কড়াই পনির (kadai paneer recipe in Bengali)

#GA4
#week23
এই সপ্তাহের ধাঁধা থেকে কড়াই পনির শব্দটি বেছে নিলাম। এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ।রুটি পোলাও পরোটা সবকিছুর সাথেই খেতে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
4 জন
  1. 250 গ্রামপনির টুকরো করে কাটা
  2. 1 টাক্যাপ্সিকাম কিউব করে কাটা
  3. 1 টাবড় পেঁয়াজ কিউব করে কাটা
  4. 1 টাটমেটো টুকরো করে কাটা
  5. 10কোয়া রসুন
  6. 1 ইঞ্চিআদা টুকরো করা
  7. 1 মুঠোকাজু
  8. 1/2পেঁয়াজ স্লাইস করে কাটা
  9. 1/2 চা চামচগোটা জিরে
  10. 2 টুকরোদারুচিনি
  11. 4 টেগোটা এলাচ
  12. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  13. 1 চা চামচহলুদ গুঁড়ো
  14. 1 চা চামচজিরা গুঁড়ো
  15. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  16. 1 চামচকসৌরি মেথি
  17. স্বাদমতোনুন ও চিনি
  18. প্রয়োজন মতোসাদা তেল
  19. প্রয়োজন মতোজল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে সাদা তেল গরম করে অল্প পরিমাণে নুন হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো দিয়ে পনির ভেজে তুলে নিলাম।

  2. 2

    ওই একই তেলে কিউব করে কাটা পেঁয়াজ ও ক্যাপ্সিকাম ভেজে তুলে নিলাম।

  3. 3

    প্রয়োজন হলে আরো অল্প একটু তেল দিয়ে গোটা জিরে ও গোটা গরম মসলা ফোড়ন দিলাম এতে আদা ও রসুন দিয়ে সামান্য নেড়েচেড়ে নিলাম।

  4. 4

    এরপর কাজু দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ ও টমেটো দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম।

  5. 5

    এরপর অল্প জল দিয়ে সমস্তটা দু মিনিট ভেজে ঢেকে দিলাম। এই সময়ে লো ফ্লেমে রান্না টা করতে হবে।

  6. 6

    এরপর টমেটো সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম

  7. 7

    এরপর অন্য একটি ফ্রাইং প্যানে তেল গরম করে পেস্ট দিয়ে স্বাদমতো নুন হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো জিড়ে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম

  8. 8

    মসলা থেকে সুগন্ধ বেরোলে প্রয়োজনমতো জল ও চিনি যোগ করে ভালো করে ফুটিয়ে নিলাম

  9. 9

    মসলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা পনির, ক্যাপ্সিকাম ও পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিট রান্না করে নিলাম।

  10. 10

    এরপর কসুরি মেথি ও গরম মসলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম

  11. 11

    5 মিনিট পর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি কড়াই পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes