দই শুক্তো (Doi shukto recipe in bengali)

Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

#ফেব্রুয়ারি৩
#নিরামিষ রেসিপি

দই শুক্তো (Doi shukto recipe in bengali)

#ফেব্রুয়ারি৩
#নিরামিষ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. পরিমাণ মতউচ্ছে, বেগুন, মুলো,বিন, কাঁচকলা, আলু, সিম, পেঁপে, সজনে ডাঁটা
  2. ১/২ কুমড়ো
  3. পরিমাণ মতকলাই ডালের বড়ি
  4. ১ চা চামচ ভাজা মশলা (পাঁচ ফোরণ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, ভাজা মৌরি গুঁড়ো)
  5. ১টেবিল চামচ টেবিল চামচ টক দই
  6. পরিমান মত সর্ষের তেল
  7. ১+১+১ চা চামচধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা
  8. ১ টেবিল চামচ পোস্ত বাঁটা
  9. ২ চা চামচ সর্ষে বাঁটা
  10. ২ চা চামচ গাওয়া ঘি
  11. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  12. 1 কাপদুধ
  13. 1 চা চামচচালের গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্যানে পরিমান মতো সর্ষের তেল দিয়ে সমস্ত সব্জি গুলো নুন মাখিয়ে আলাদা আলাদা ভেজে তুলে রাখতে হবে। ওই তেলে বড়িও ভেজে নিন

  2. 2

    ওই তেলে শুকনো লঙ্কা, তেজ পাতা, পাঁচ ফোরণ ও গোটা সর্ষে ফোরণ দিন ও একে একে সব্জি গুলো ছাড়ুন। এবার আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো দিন ও ভালো করে মিশিয়ে নুন ও চিনি দিন, একটু জল দিন ও মশলা গুলো মিশিয়ে নিন।

  3. 3

    এরপর পরিমান দুধ দিয়ে ঢাকা দিয়ে দিন। এবার পোস্ত বাঁটা ও সর্ষে বাঁটা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  4. 4

    এবার ভাজা মশলা, মৌরি গুঁড়ো ও ফেটানো টক দই দিন।

  5. 5

    এবার ভেজে রাখা বড়ি ও ভাজা উচ্ছে দিন, ও গরম মসলা গুঁড়ো দিন।

  6. 6

    এবার একটু দুধের সাথে চালের গুঁড়ো মিশিয়ে ঢেলে দিন ও ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন দই শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

মন্তব্যগুলি

Similar Recipes