যোধপুরি কবুলি (Jodhpuri kabuli recipe in Bengali)

Srabani Roy
Srabani Roy @srabani1829
Kolkata

#GA4
#week25

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি রাজস্থান শব্দ বেছে নিয়ে রাজস্থানের যোধপুরের বিখ্যাত কবুলি রান্না করেছি।এটি একটি পোলাও বা নিরামিষ বিরিয়ানি কিন্তু সব রকম পোলাও এর কিছু পার্থক্য থাকে এটাও সেরকম পার্থক্য রয়েছে।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

35 মিনিট
4 জন
  1. 400 গ্রামবাসমতি চাল
  2. 4 টেমাঝারী আলু
  3. 1 টাবড় গাজর
  4. 100 গ্রামফুলকপি
  5. 100 গ্রামপেঁয়াজ
  6. 4 টেপাউরুটি টুকরো
  7. 3টেবিল চামচ আদা রসুন বাটা
  8. 10 গ্রামকাজুবাদাম
  9. 50 গ্রামমটরশুটি
  10. 1 টাবড় টমেটো
  11. 1 টাবড় ক্যাপ্সিকাম
  12. 10 টাকাঁচা লঙ্কা
  13. 1 কাপটকদই
  14. 2 টিতেজপাতা
  15. 6 টাএলাচ
  16. 1 ইঞ্চিদারুচিনি
  17. 6 টালবঙ্গ
  18. 1 কাপদুধ
  19. 1 চিমটিকেশর
  20. 50 গ্রামঘি
  21. 2 চা চামচহলুদ
  22. 2 চা চামচধনে গুঁড়ো
  23. 2 চা চামচজিরে গুঁড়ো
  24. 1 চা চামচগরম মসলা গুঁড়ো
  25. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে কিছু গোটা গরম মসলা দিয়ে 5মিনিট বেশি আঁচে 10 মিনিট কম আঁচে ভাত করে নিতে হবে

  2. 2

    তারপর পিঁয়াজ ভেজে বেরেস্তা করে নিতে হবে ওই তেলেই পাউরুটি টুকরো করে কেটে ভেজে নিতে হবে

  3. 3

    এরপর তেলে আলু,ফুলকপি,গাজর,কাজুবাদাম এক এক করে ভেজে নিতে হবে।এক্ষেত্রে উল্লেখ্য আলু ও গাজর গোল করে কাটতে হবে

  4. 4

    কড়াইতে অল্প তেল গরম করে ওতে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নুন,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,গরম মসলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তেল বেরিয়ে আসা অব্দি কষতে হবে

  5. 5

    মশলা কষে আসলে টমেটো,মটরশুটি,ক্যাপ্সিকাম দিয়ে নরম হওয়া অব্দি কষাতে হবে এরপর ওতে ফাটানো টক দই দিতে হবে আঁচ কমিয়ে তারপর আর কিছুক্ষণের জন্য কষতে হবে

  6. 6

    কষে তেল ছাড়লে ভাজা সবজি গুলো দিয়ে নেড়ে কষে নিয়ে 5মিনিট ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখতে হবে এরপর সবজি নরম হলে ধনেপাতা কুচি দিলে কবুলির তরকারি তৈরি

  7. 7

    একটা বড়ো পাত্র নিয়ে ওতে বানানো তরকারি র অর্ধেকটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে উপরে রান্না করা ভাতের কিছুটা দিতে হবে এইভাবে দুবার দিয়ে দুটো স্তর করতে হবে

  8. 8

    শেষে ভাতের স্তরের উপরে বেরেস্তা, কাজু ভাজা, ঘি,কেশর ভেজানো দুধ ও পাউরুটির টুকরো গুলো দিয়ে 20 মিনিটের জন্য আঁচ কমিয়ে দমে রান্না করে গরম গরম পরিবেশন করতে হবে যোধপুরী কবুলি

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Srabani Roy
Srabani Roy @srabani1829
Kolkata
I am a part time home chef. I thought for cooking the secret ingredients is always Love
আরও পড়ুন

Similar Recipes