চিজী গার্লিক ব্রেড (Cheesy garlic bread recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#GA4
#week26
bread
এটা ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় । চিজ , বাটার থাকার জন্য পেট অনেকক্ষন ভরে থাকে । বাচ্ছাদের জন্য ঘরে তৈরী এই ব্রেড হেল্দি ।

চিজী গার্লিক ব্রেড (Cheesy garlic bread recipe in Bengali)

#GA4
#week26
bread
এটা ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় । চিজ , বাটার থাকার জন্য পেট অনেকক্ষন ভরে থাকে । বাচ্ছাদের জন্য ঘরে তৈরী এই ব্রেড হেল্দি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জনের
  1. ডোয়ের জন্য---
  2. 150 গ্রামময়দা
  3. 1/3 কাপজল
  4. 1 টেবিল চামচইস্ট
  5. 1 টেবিল চামচচিনি
  6. 1/2 চামচনুন
  7. 1 টেবিল চামচমিল্ক পাউডার
  8. 1টেবিল চামচ+1 চা চামচঅলিভ অয়েল
  9. স্টাফিং এর জন্য---
  10. 100 গ্রামমোজারেলা চীজ
  11. 50 গ্রামবাটার
  12. 1 টেবিল চামচধনেপাতা কুচি
  13. 8 কোয়ারসুন কুচি
  14. 1 টেবিল চামচঅরিগ্যানো
  15. 1 টেবিল চামচচিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে স্টাফিং এর জন্য গার্লিক বাটার রেডি করতে হবে । একটা মাইক্রো ওভেন সেফ পাত্রে ধনেপাতা কুচি, রসুন কুচি আর বাটার নিয়ে 1 মিনিট মাইক্রো হাইতে দিয়ে 1 মিনিট আর‌ও মাইক্রো ওভেনের ভেতর রেখে স্ট্যান্ডিং টাইম দিলে রেডি হয়ে যাবে গার্লিক বাটার ।

  2. 2

    এরপর চিনি আর জল ঈষৎ গরম করে ইস্ট দিয়ে 15 মিনিট এ্যাকটিভ হ‌ওয়ার জন্য গরম জায়গায় রেখে দিতে হবে ।

  3. 3

    ইস্ট এ্যাকটিভ হয়ে গেলে ময়দা, নুন, মিল্ক পাউডার আর 1 টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার এর মধ্যে এ্যাকটিভ ইস্ট দিয়ে মেখে নিতে হবে ।

  4. 4

    মাখা ময়দায় বাকী 1 চামচ অলিভ অয়েলটা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে একটা এয়ার টাইট বক্সে রেখে দিতে হবে 2 ঘন্টা ।

  5. 5

    2 ঘন্টা পর ডো ফুলে ডবল হয়ে গেলে হাত দিয়ে চেপে ভেতরের এয়ারটা বের করে আবার ঠেসে নিতে হবে ।

  6. 6

    এবার এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিতে হবে । এক ভাগ গ্রীজ করা বেকিং টে্রের উপর রেখে হাত দিয়ে চেপে চেপে রুটির আকার দিতে হবে । স্ট্যাফিং এর উপকরন হাতের কাছে নিতে হবে ।

  7. 7

    এবার এই রুটির উপর গার্লিক বাটার স্প্রেড করে তার উপর গ্রেট করা চীজ, তার উপর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে । কিছুটা গার্লিক স্প্রেড আর অরিগ্যানো সরিয়ে রাখতে হবে ।

  8. 8

    এবার হাফ অবস্থায় মুড়ে দিতে হবে । এই ভাবে আর‌ও একটা তৈরী করে নিতে হবে ।

  9. 9

    এবার এগুলোর উপর বাকী গার্লিক বাটার স্প্রেড করে দিয়ে একটা ছুড়ি দিয়ে চিরে চিরে দিতে হবে । বাকী অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে ।

  10. 10

    কিছুক্ষন ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে আকারে ডবল হয়ে যায় । এবার 200℃ প্রিহিটেড কনভেকশানে 20 মিনিট বেক করে নিতে হবে ।

  11. 11

    গরম গরম সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes