সোয়াবিন চপ(Soyabean chop recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

#স্মলবাইটস
সোয়াবিনের চপ এবং গরম গরম চা দিয়ে বিকেলের খাবার বানান খুব সহজ পদ্ধতিতে আর মন জয় করে নিবেন সবার।

সোয়াবিন চপ(Soyabean chop recipe in bengali)

#স্মলবাইটস
সোয়াবিনের চপ এবং গরম গরম চা দিয়ে বিকেলের খাবার বানান খুব সহজ পদ্ধতিতে আর মন জয় করে নিবেন সবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
২জন
  1. ১০০গ্ৰাম সোয়াবিন
  2. ১টি আলু
  3. ১টি পেঁয়াজ কুচি
  4. ১টিকাঁচা লঙ্কা কুচি
  5. ১ চা চামচ জিরের গুঁড়ো
  6. ১ চা চামচ হলুদের গুঁড়ো
  7. স্বাদ অনুসারেলবণ
  8. প্রয়োজন অনুযায়ীবিস্কুটের গুঁড়ো
  9. ১/২ কাপ সয়াসস
  10. ১/২ কাপ চিলি সস
  11. ১ টা টমেটো(সাজানোর জন্য)
  12. পরিমাণ মততেল
  13. ১টিবাঁধাকপি কুচি(সাজানোর জন্য)
  14. ১ চা চামচকর্ণ ফ্লাওয়ার
  15. ১টি ডিম

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    ১মে আলু আর সোয়াবিন বয়েল করে নিবেন।১টি বোলে সোয়াবিন আলু হাত দিয়ে ভালো করে মেখে নিবেন।এবার পরিমাণমতো লবণ পেয়াজকুচি লঙ্কাকুচি জিরের গুড়ো হলুদের গুড়ো সব দিয়ে ভালোভাবে মেখে নিবেন।

  2. 2

    তারপর একটু কনফ্লাওয়ার মিশিয়ে মিশ্রনটি ১টি ১টি করে চপের আকারে তৈরি করে নিবেন।আর ১টি বাটিতে ১টি ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিবেন।

  3. 3

    তারপর ১টি ডিশে বিস্কুটের গুড়ো নিবেন।এবার ১টি ১টি চপ তুলে ১মে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুড়ো মাখিয়ে ডুবো তেলে ভেজে তুলে নিবেন।এবার বাধাকপি কুচি সয়াসস চিলি সস টমেটো কুচি দিয়ে সোয়াবিনের চপটি আপনার পছন্দ মতো সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

মন্তব্যগুলি (9)

Similar Recipes