নিরামিষ চাউ (Niramish chow recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#শিবরাত্রির

এই নিরামিষ চাও করে শিবরাত্রি তে বা যে কোন বার ব্রতের দিনে অনায়াসে ভোজন করা যাবে

নিরামিষ চাউ (Niramish chow recipe in bengali)

#শিবরাত্রির

এই নিরামিষ চাও করে শিবরাত্রি তে বা যে কোন বার ব্রতের দিনে অনায়াসে ভোজন করা যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৫ জন
  1. ৪ প্যাকেট চাউ
  2. ২ টো গাজর কুচি
  3. ২ টুকরো ফুলকপির ফুল ছোট কর্ কাটা
  4. ১/৬ ভাগ বাঁধাকপি কুচানো
  5. ১ টা বড় টমেটো কুচি
  6. ২ টেবিল চামচ বিন্স কুচি
  7. ১/২ কাপ মটরশুঁটি
  8. ১ টা ছোট আলু কুচি
  9. ১/৪ ভাগ ক্যাপ্সিকাম কুচি
  10. ১ ইঞ্চি আদা কুচি
  11. ৫-৬ টা কাঁচা লঙ্কা কুচি
  12. ১/২ চা চামচ গোটা জিরে
  13. ১ টেবিল চামচ সয়া সস্
  14. ২ টেবিল চামচ টমেটো সস
  15. ১ টেবিল চামচ চিলি সস
  16. ৪ প্যাকেট চাউ মসলা
  17. স্বাদ অনুযায়ী লবণ
  18. ১ টেবিল চামচ চিনি
  19. ৭ টেবিল চামচ সাদা তেল
  20. ১ টা শসা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে বেশি করে জল বসিয়ে ১ চা চামচ নুন ও ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে জলে ফুট শুরু করলে চাউ দিয়ে ৩ মিনিট ফুটিয়ে একটি স্টেনারে ঢেলে কলের মুখে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি

  2. 2

    এরপর কড়াই বসিয়ে ৪ চামচ তেল দিয়ে জিরে ফোরন দিয়ে ৩০ সেকেন্ড পর আদা ও লঙ্কা কুচি দিয়ে লো আঁচে আদা ও লঙ্কা ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ক্যাপ্সিকাম কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি

  3. 3

    এরপর বাকি সব সব্জি দিয়ে লো আঁচে ঢাকা দিয়ে ২ মিনিট রাখার পর পরিমাণ মতো নুন দিয়েছি

  4. 4

    আবার ঢাকা দিয়ে ২ মিনিট রেখে সব কিছু ভাজা হলে সয়া সস্ দিয়ে টমেটো সস্ দিয়েছি

  5. 5

    এরপর চিলি সস্ দিয়ে সমস্ত টা নাড়াচাড়া করে মিশিয়ে শুকনো শুকনো হলে সেদ্ধ করে জল ঝরানো চাউ দিয়ে নেড়েচেড়ে দিয়ে অল্প নুন ও চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি

  6. 6

    সব শেষে ২ টেবিল চামচ মতো তেল দিয়ে চাউ মসলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়ে প্লেটে তুলে নিয়ে শসা কুচি ছড়িয়ে পরিবেশন করেছি গরম গরম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি (4)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Healthy and tasty ..👍
Presentation also nice👌
🌷
I have also tried some new recipes do see them and like and follow if you wish for added encouragement 🍒

Similar Recipes