চিঁড়ের পোলাও (Chirer polao Recipe ln Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#স্মলবাইটস
চিড়ের পোলাও আগেও পোষ্ট করেছি, কিন্তু,এবার আমিএকটু অন‍্যভাবে করার চেষ্টা করেছি।এই চিরের পোলাও ব্রেকফাষ্ট,বা সন্ধ্যায় টিফিন ইসেবে দারুন।

চিঁড়ের পোলাও (Chirer polao Recipe ln Bengali)

#স্মলবাইটস
চিড়ের পোলাও আগেও পোষ্ট করেছি, কিন্তু,এবার আমিএকটু অন‍্যভাবে করার চেষ্টা করেছি।এই চিরের পোলাও ব্রেকফাষ্ট,বা সন্ধ্যায় টিফিন ইসেবে দারুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২০০গ্ৰাম মোটা চিঁড়ে
  2. ১টা আলু
  3. ১/২কাপ ফুলকপির টুকরো
  4. ১/২ গাজর গ্ৰেট করা
  5. ৬টি বিন্সকুচি করে নেওয়া
  6. ১/২ ক‍্যাপসিকাম কুচি
  7. ৪টে লঙ্কা কুচি
  8. ১/৪কাপ চিনেবাদাম
  9. ৪ চা চামচ কিসমিস
  10. ১/২ চা চামচফোড়নসরযে ও কারিপাতা ও শুখনো লঙ্কা
  11. স্বাদমতোনুন
  12. ১ চা চামচ চিনি
  13. ১/২ চা চামচ আদাবাটা
  14. ৩ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সবজি গুলো কেটে নিয়েছি।আলু সেদ্ধ করে নিয়েছি।চিড়ে ভিজিয়ে জল ঝড়িয়ে রেখেছি।

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে সরযে,কারিপাতা ও লঙ্কা ফোড়ন দিয়ে বাদাম ও কিসমিস ভেজে তুলে নিলাম।

  3. 3

    এবার এক এক করে সব সবজি দিয়ে নেড়েচেড়ে নুন,লঙ্কা কুচি, আদাকুচি দিয়ে একটু ঢেকে ঢেকে কম আচে রান্না করতে হবে, সব সবজি সেদ্ধ হয়ে গেলে চিড়ে গুলো দিয়ে ভালো করে নাড়তে হবে, টেষ্ট করে নিয়ে নুন,চিনি ও ভাজা বাদাম দিয়ে নাড়িয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এবার প্লেটে সাজিয়ে ওপরে বাদাম দিয়ে পরিবেশন করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes