নিরামিষ পনির মসালা (niramnish paneer masala recipe in bengali)

Mousumi Karmakar
Mousumi Karmakar @mou_25_cookpadbengal
Serampore, Hooghly District

#নিরামিষ
এটি একটি খুব সুস্বাদু নিরামিষ পদ, যে কোনো পোলাও,লুচি,পরোটা দিয়ে দারুণ লাগবে।

নিরামিষ পনির মসালা (niramnish paneer masala recipe in bengali)

#নিরামিষ
এটি একটি খুব সুস্বাদু নিরামিষ পদ, যে কোনো পোলাও,লুচি,পরোটা দিয়ে দারুণ লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ ঘন্টা
২-৩ জন
  1. ২০০ গ্রাম পনির
  2. ১০০ গ্রাম টক দই
  3. ১ টেবিল চামচ গোটা জিরে
  4. প্রয়োজন অনুযায়ী গোটা গরম মসলা
  5. ১ টি +১ টি শুকনো লঙ্কা , তেজপাতা
  6. স্বাদ মতনুন, চিনি
  7. ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  9. ১ টেবিল চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

৩০ ঘন্টা
  1. 1

    পনির ছোটো করে কেটে নিতে হবে।

  2. 2

    টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর গোটা জিরে, গোটা গরম মসলা, শুকনো লংকা কড়াইয়ে অল্প গরম করে তারপর ভালো করে গুড়ো করে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে তেজপাতা দিয়ে তারপর দই এর মিশ্রণ, গুড়ো মসলা, নুন,চিনি,আদা বাটা, হলুদ গুড়ো, লংকা গুড়ো দিয়ে ভালো করে কষে পনির দিয়ে ৫-৭ মিনিট মিশিয়ে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৫-৭ মিনিট।

  4. 4

    জল শুকিয়ে ঘন হয়ে এলে তৈরি হয়ে যাবে গরম গরম নিরামিষ পনির মাসালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Karmakar
Mousumi Karmakar @mou_25_cookpadbengal
Serampore, Hooghly District
আমার ছোট থেকে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু কিছু নতুন ধরনের রান্না করতে বেশ ভালো লাগে। আমি চেষ্টা করি, খুব সহজ ভাবে রান্না করতে তাহলে সবাই সেটা শিখতে পারবে। আর বাড়িতে তৈরি যে কোনো খাবার খুব স্বাস্থকর হয় তাই আমি বাড়িতে নতুন নতুন রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াই। ❤️ 😊⚘❤
আরও পড়ুন

Similar Recipes